Advertisment

West Bengal Potato Traders Strike: রাজ্যের ক্রমাগত চাপেই কাজ, ধর্মঘট তুলে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি

West Bengal Potato traders strike withdrawn: অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল আলু ধর্মঘট। আলুর দাম বৃদ্ধি নিয়ে দারুণ একটা আশঙ্কা তৈরি হয়েছিল। কেন ধর্মঘট ডেকেছিলেন আলু ব্যবসায়ীরা?

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
West Bengal Potato traders strike withdrawn,Purba Bardhaman News,আলু ধর্মঘট প্রত্যাহার,পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানের বেচারহাটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়।

West Bengal Potato traders strike withdrawn: প্রত্যাহার কর্মবিরতির সিদ্ধান্ত। বুধবার রাত থেকে আগের মতোই হিমঘর থেকে আলু বের হবে ও বাজারেও সরবরাহ করা হবে। রাজ্য সরকারের চাপে পিছু হঠে শেষমেশ এই সিদ্ধান্তই নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমন সিদ্ধান্ত নেওয়ার বাঙালির পাতে আলু নিয়ে আর কোনও দুঃশ্চিন্তা রইল না। 

Advertisment

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দেওয়ায় খোলা বাজারে চড়ে গিয়েছিল আলুর দাম । মঙ্গলবার সকালেও খোলা বাজারে চড়া দামেই আলু বিক্রি হয়। বর্ধমানের পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। বাজারের খুচরো বিক্রেতারা জানান, সোমবারেও তাঁরা আলু বিক্রি করেছেন ৩২ টাকা কেজি দরে। তবে মঙ্গলবার আলুর জোগান কমে যায়। বস্তায় ২০০ টাকা বেশি দামে আলু কিনতে হয়। তাই আলু বিক্রির দাম বেড়ে যায়। 

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল সীমান্ত না খুললে তারা মঙ্গলবার থেকে কর্মবিরতিতে সামিল হবেন। সেই মত এদিন হিমঘর থেকেও আলু বের হয়নি। এদিন স্তব্ধ থাকে হিমঘরের ব্যস্ততা। পূর্ব বর্ধমান জেলায় কোনও হিমঘর থেকে কার্যত আলু এদিন বের হয়নি। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতিতে সহমত পোষণ করে হিমঘর মালিক অ্যাসোশিয়েশন। ফলে হিমঘর থেকে আলু বের না হওয়ায় বাজারে জোগান কমে যায়।

আরও পড়ুন- Kolkata Metro: 'বেয়াড়া' যাত্রীদের 'শবক' শেখাতে কড়া পদক্ষেপ কলকাতা মেট্রোর

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলাদেশের উপদূতাবাসে 'হামলা', ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনুস সরকারের

খুচরো ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর জোগান কমে গিয়েছে। প্রতি বস্তায় ২০০ টাকা বেশি দাম দিয়ে আলু কিনতে হচ্ছে। তাই বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে বাজারে ৪০ টাকায়। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, “আমরা সাধারণ মানুষের কথা ভেবে কর্মবিরতি তুলে নিচ্ছি। বুধবার হিমঘর থেকে আলু বের হবে। সংগঠনের রাজ্য সম্পাদক লালু মণ্ডলের কথায়, “এই মুহূর্তে রাজ্যের হিমঘর গুলিতে আলু আছে প্রায় ৯ শতাংশ। যা আলু মজুত আছে তাতে কোনওভাবেই আলুর জোগানে টান পড়বে না।"

আরও পড়ুন- Sundarbans: সুন্দরবন বেড়াতে গিয়ে বিরাট বিপত্তি! গাইডদের আচমকা বিক্ষোভে নাজেহাল পর্যটকরা

Bangla News Purba Bardhaman Strike potato Bengali News Today Bengali News West Bengal News
Advertisment