Advertisment

West Bengal News Highlights: বাংলাদেশের উপদূতাবাসে 'হামলা', ভারতীয় রাষ্ট্রদূতকে জরুরি তলব ইউনুস সরকারের

West Bengal News Highlights: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Highlights: আত্মগোপন করে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা। প্রাণভয়েই এই আত্মগোপন বলেই জানা গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি রীতিমত অগ্নিগর্ভ। গতকাল আক্রান্ত হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। ভাংচুর করা হয় তাঁর বাড়িতেই। ইসকনের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেলেও হিন্দু সন্ন্যাসীর উপর হামলা হতে পারে। আজ শুনানি না হওয়ায় এক মাসের জন্য পিছোল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি 

Advertisment

এদিকে, সোমবার বিধানসভায় দলীয় বিধায়দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূলে তিনিই শেষ কথা। তিনি বিভিন্ন রকম জল্পনা-গুজব উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, কে কী বলছে ভাবার দরকার নেই। যতদিন তিনি আছেন, ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। তিনি দলের চেয়ারপার্সন, তাই মমতার কথাই শেষ কথা। পরোক্ষে তিনি তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইঙ্গিত করেছেন বলে রাজনৈতিক মহলের দাবি।

আরও পড়ুন ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, ভিসা বন্ধ ভারতের, সীমান্ত পেরিয়ে ভারতে আসার হিড়িক বাংলাদেশিদের

পাশাপাশি, আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে কমিয়ে আনল বাংলাদেশের তদারকি সরকার। ২০১৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। কিন্তু কোটি কোটি টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ কেনা কমিয়ে আনল মহম্মদ ইউনুসের তদারকি সরকার। বৈদেশিক মুদ্রার ঘাটতির জেরে চরম সমস্যায় জর্জরিত বাংলাদেশ। কোষাগার প্রায় শূন্য। এই অবস্থায় আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে আনল বাংলাদেশ।

  • Dec 03, 2024 19:55 IST
    West Bengal News Live: আলু ধর্মঘট প্রত্যাহার

    প্রত্যাহার কর্মবিরতির সিদ্ধান্ত। বুধবার থেকে আগের মতোই হিমঘর থেকে আলু বের হবে ও বাজারেও সরবরাহ করা হবে। রাজ্য সরকারের চাপে পিছু হঠে শেষমেশ এই সিদ্ধান্তই নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমন সিদ্ধান্ত নেওয়ার বাঙালির পাতে আলু নিয়ে 
    আর কোনও দুঃশ্চিন্তা রইল না। 



  • Dec 03, 2024 19:43 IST
    West Bengal News Live:শিলিগুড়িতে ইউনুস-বিরোধী পোস্টার

    এবার শিলিগুড়িতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের ছবি টাঙিয়ে অশালীন কিছু কথা লেখা হয়েছে। শিলিগুড়ি পুরনিগম চত্বরে মহম্মদ ইউনুসের ছবি দেওয়া এমন বেশ কিছু পোস্টার টাঙানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গের এই ব্যস্ত শহরের আরও বেশ কিছু প্রান্তে এই ধরনের পোস্টার চোখে পড়েছে। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কে বা কারা এই পোস্টারগুলি টাঙিয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।



  • Dec 03, 2024 19:28 IST
    West Bengal News Live:লেকটাউনে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

    লেকটাউনে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এমনই দাবি করে আত্মহত্যা করেছেন নবম শ্রেণির ওই স্কুলছাত্রী। মিথ্যা অপবাদ এনে পকসো মামলায় বাবাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে লজ্জায় আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী, এমনই অভিযোগ ওঠে। লেকটাউনের দক্ষিণদাঁড়িতে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। ক্ষুব্ধ জনতাকে তিনি আশ্বাস দিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে পুলিশেরও কারও দোষ প্রমাণ হলে প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।



  • Dec 03, 2024 19:16 IST
    West Bengal News Live:বাংলাদেশ নিয়ে সোচ্চার তৃণমূল

    ফের একবার বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা তৃণমূলের। এদিন সংসদে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার ইস্যুতে বক্তব্য রেখেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের লোকজন অত্যাচারিত হচ্ছেন। তাঁদের ধরে ধরে খুন করছে। ভারত সরকার রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর আবেদন জানাক।"



  • Dec 03, 2024 19:10 IST
    West Bengal News Live:কড়া পদক্ষেপ কলকাতা মেট্রোর

    শহর কলকাতার পাশাপাশি শহরতলীর অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া এবং অন্যান্য কাজে যাওয়া বড় অংশের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হল কলকাতা মেট্রোরেল (Kolkata Metro)। যাত্রী পরিষেবা আরও বেশি মসৃণ করতে মেট্রোরেল কর্তৃপক্ষ নানা সময়ে দারুণ সব পদক্ষেপ করে যাচ্ছে। তবে এরই মধ্যে যাত্রীদের একাংশের চূড়ান্ত অসহযোগিতাও নজর এড়াচ্ছে না। বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণের বেশ কিছু নজির গত কয়েক মাসে দেখা গেছে। 'বেয়াড়া' যাত্রীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থাও নিয়েছে মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: 'বেয়াড়া' যাত্রীদের 'শবক' শেখাতে কড়া পদক্ষেপ কলকাতা মেট্রোর



  • Dec 03, 2024 18:40 IST
    West Bengal News Live:শতবর্ষ পেরিয়ে জামিন

    ১০৪ বছর বয়সে জামিন পেলেন মালদহের মানিকচকের এক বৃদ্ধ। জমি নিয়ে বিবাদে ভাইয়ে-ভাইয়ে বিবাদ হয়েছিল। তারই জেরে গুলি করে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছিল দাদার বিরুদ্ধে। যদিও দাদার পরিবারের দাবি, পারিবারিক ঝামেলার সুযোগ নিয়ে অন্য এক ব্যক্তি ছোট ভাইকে গুলি করে খুন করেছিল। তবে সেই ঘটনায় পুলিশ গ্রেফতার করে নিহতের দাদাকে। জেল হয় তাঁর। এরপর কেটে গিয়েছে ৩৬ টা বছর। কলকাতা হাইকোর্টে আবেদন জানালেও তাঁর জামিন হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন ১০৪ বছরের ওই বৃদ্ধা। 

    বিস্তারিত পড়ুন- Malda News: উপর্যুপরি আবেদনে শেষমেষ কান পাতলেন বিচারপতিরা! শতবর্ষ পেরিয়ে জামিনে মুক্ত বৃদ্ধ



  • Dec 03, 2024 17:40 IST
    West Bengal News Live:ভারতের রাষ্ট্রদূতকে জরুরি তলব

    সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার জেরে এবার কড়া পদক্ষেপ ঢাকার। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল মহম্মদ ইউনুসের সরকার। সেই তলব পেয়ে মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকে হাজির হয়েছিলেন ওপার বাংলায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা। সোমবার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে তাণ্ডবের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ইতিমধ্যেই অত্যন্ত কঠোর পদক্ষেপ করেছে ত্রিপুরার বিজেপি শাসিত সরকার। একজনকে গ্রেফতারের পাশাপাশি শীর্ষস্তরের কয়েকজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশের উপদূতাবাসে হামলার বিষয়টিকে তীব্র নিন্দা করেছে মোদী সরকারও।



  • Dec 03, 2024 17:30 IST
    West Bengal News Live: গাইডদের আচমকা বিক্ষোভে

    পর্যটনের ভরা মরশুম চলছে। রাজ্যের নজরকাড়া সব পর্যটনকেন্দ্রগুলিতে ঠাসা ভিড় পর্যটকদের। ভ্রমণপ্রিয় পর্যটকদের একাংশের পছন্দের জায়গা সুন্দরবন (Sundarban)। এবার পর্যটনের মরশুমে সেই সুন্দরবনেই বড় বিপত্তি। হঠাৎ করে বিক্ষোভ শুরু করে দিয়েছেন সুন্দরবনের গাইডরা। যার জেরে সুন্দরবন বেড়াতে গিয়ে মঙ্গলবার সকালে বিপাকে পড়তে হল পর্যটকদের।



  • Dec 03, 2024 15:10 IST
    West Bengal News Live: ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে দাম বাড়ল আলুর

    আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে রাজ্যে ফের বাড়ল আলুর দাম। রাজ্যের বিভিন্ন বাজারে দাম বাড়ল আলুর। কোথাও কেজিতে ২ টাকা, কোথাও কোথাও আবার ৮ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। ফলে মঙ্গলবার সকালে বাজারে গিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা।



  • Dec 03, 2024 13:24 IST
    West Bengal News Live: ত্রিপুরায় কোনও হোটেলে থাকতে পারবেন না বাংলাদেশিরা

    বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিপ্তে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরায় হোটেল মালিক সংগঠন। রাজ্যের কোনও হোটেলে আর থাকতে পারবেন না বাংলাদেশিরা। ত্রিপুরা হোটেল অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকা রাজ্যজুড়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আগরতলায় বিক্ষোভ ও বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



  • Dec 03, 2024 12:14 IST
    West Bengal News Live: এবার দুর্নীতির অভিযোগে লক্ষণ শেঠের বাড়িতে ইডির হানা

    মেডিক্যালে দুর্নীতির অভিযোগে এবার প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠের বাড়িতে ইডির হানা। মঙ্গলবার সকাল থেকে লক্ষণ শেঠের বাড়ি এবং তাঁর মেডিক্যাল কলেজে বিভিন্ন বিষয় নিয়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। জানা গেছে, হলদিয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত লক্ষ্মণ শেঠের বাড়ি অঙ্গীকারে প্রথমে সকাল সকাল হাজির হন ইডির আধিকারিকরা। এরপর সেখান থেকে বেরিয়ে লক্ষ্মণ শেঠের মেডিক্যাল কলেজে যান তাঁরা। ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি-র কাছে সেই অভিযোগ জমা পড়ার পর শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে এই অভিযোগের তালিকায়। তার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের এই কলেজ।



  • Dec 03, 2024 11:28 IST
    West Bengal News Live: এক মাস পিছোল চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি

    আত্মগোপন করে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা। প্রাণভয়েই এই আত্মগোপন বলেই জানা গিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি রীতিমত অগ্নিগর্ভ। গতকাল আক্রান্ত হয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। ভাংচুর করা হয় তাঁর বাড়িতেই। ইসকনের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জেলেও হিন্দু সন্ন্যাসীর উপর হামলা হতে পারে। আজ শুনানি না হওয়ায় এক মাসের জন্য পিছোল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি 



  • Dec 03, 2024 10:43 IST
    West Bengal News Live: বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত চিন্ময় দাসের আইনজীবী

    বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে সওয়াল করার জের। বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত আইনজীবী রমেন রায়। তাঁর উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ জানিয়েছেন, কলকাতা ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। রমেন রায়ের বাড়ি ভাঙচুর করা হয়েছে, নৃশংসভাবে তাঁকে মারধর করেছে কট্টরপন্থীরা, এমনই অভিযোগ রাধারমণ দাসের। মারধরের জেরে আইসিইউ-তে ভর্তি আইনজীবী। এই মুহূর্তে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন, এক্স হ্যান্ডেলে এমনই দাবি রাধারমণ দাসের।



  • Dec 03, 2024 10:23 IST
    West Bengal News Live: ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলার আশঙ্কা, নিরাপত্তা বাড়াল পুলিশ-প্রশাসন

    আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলার জেরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এই মর্মে অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 



  • Dec 03, 2024 09:17 IST
    West Bengal News Live: কোটি কোটি টাকা দেনা, আদানিদের থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামাল ইউনুসের সরকার

    আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে কমিয়ে আনল বাংলাদেশের তদারকি সরকার। ২০১৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয় বাংলাদেশের। সেই চুক্তি অনুযায়ী, বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। কিন্তু কোটি কোটি টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ কেনা কমিয়ে আনল মহম্মদ ইউনুসের তদারকি সরকার। বৈদেশিক মুদ্রার ঘাটতির জেরে চরম সমস্যায় জর্জরিত বাংলাদেশ। কোষাগার প্রায় শূন্য। এই অবস্থায় আদানি গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে আনল বাংলাদেশ।



  • Dec 03, 2024 08:53 IST
    West Bengal News Live: ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা

    সোমবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকেও রফাসূত্র মেলেনি। ধর্মঘটে অনড় আলু ব্যবসায়ীরা। যার জেরে আজ থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আজ, মঙ্গলবার বৈঠক ডেকেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি। সেই বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।



  • Dec 03, 2024 07:51 IST
    West Bengal News Live: আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি

    আজ মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি। তিনি জামিন পান কি না সেদিকেই নজর।



  • Dec 03, 2024 07:47 IST
    West Bengal News Live: বাংলাদেশে সীমান্তে দাঁড়িয়ে ইউনুস সরকারকে চরম বার্তা শুভেন্দুর

    বাংলাদেশের দিকে দিকে হিন্দু মহল্লায় আক্রমণ চলছে। লাগাতার হামলা চলছে মন্দির ও হিন্দুদের উপাসনালয়ে। প্রতিবাদে সোমবার পেট্রাপোল সীমান্তে বিজেপির ধরনা কর্মসূচি থেকে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিস্তারিত



  • Dec 03, 2024 07:45 IST
    West Bengal News Live: তৃণমূলে তিনি-ই শেষ কথা, বিধায়কদের বার্তা মমতার

    সোমবার বিধানসভায় দলীয় বিধায়দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূলে তিনিই শেষ কথা। তিনি বিভিন্ন রকম জল্পনা-গুজব উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, কে কী বলছে ভাবার দরকার নেই। যতদিন তিনি আছেন, ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন।



  • Dec 03, 2024 07:44 IST
    West Bengal News Live: রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন সেই অভীক দে-র

    আরজি কর কাণ্ডের (RG Kar Case) ৪ মাসের মধ্যে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রত্যাবর্তন সেই অভীক দে-র। বিরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এমনটাই দাবি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। প্রতিবাদে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে অবস্থানে বসেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের সদস্যরা। রাতভর চলে বিক্ষোভ।



West Bengal west bengal latest news West Bengal News RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case sandip ghosh Mamata Banerjee west bengal politics Bangladesh
Advertisment