Guides protest in Sajnekhali: পর্যটনের ভরা মরশুম চলছে। রাজ্যের নজরকাড়া সব পর্যটনকেন্দ্রগুলিতে ঠাসা ভিড় পর্যটকদের। ভ্রমণপ্রিয় পর্যটকদের একাংশের পছন্দের জায়গা সুন্দরবন (Sundarban)। এবার পর্যটনের মরশুমে সেই সুন্দরবনেই বড় বিপত্তি। হটাৎ করে বিক্ষোভ শুরু করে দিয়েচেন সুন্দরবনের গাইডরা। যার জেরে সুন্দরবন বেড়াতে গিয়ে মঙ্গলবার সকালে বিপাকে পড়তে হল পর্যটকদের।
পুরনো গাইডরা কাজ পাচ্ছেন না, বদলে নতুন-নতুন গাইড ছেয়ে গিয়েছে রাজ্যের উপকূলের এই পর্যটনকেন্দ্রে। নতুন গাইডদের বিরোধিতায় এবার সোচ্চার পুরনোরা। আন্দোলনে সুন্দরবনের পুরনো গাইডরা। সজনেখালিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করে বিক্ষোভ, আন্দোলনে সামিল হন জনা পঞ্চাশেক গাইড। সকাল থেকে পর্যটকদের লঞ্চ বা বোটে ওঠা বন্ধ করে দেন গাইডরা। সজনেখালি পর্যটন কেন্দ্রে মঙ্গলবার সকালে গাইডদের এই বিক্ষোভের জেরে যারপরনাই ভোগান্তির মুখে পড়তে হয়েছে পর্যটকদের।
বিক্ষোভকারীদের দাবি, সারা বছর ধরেই তাঁরা সেভাবে কাজ পান না। দিনে পাঁচ, সাতজন করে কাজ পান। এবার পর্যটনের ভরা মরশুমেও কাজ নেই অধিকাংশ পুরনো গাইডের হাতে। পুরনোরা কাজ পাচ্ছেন না, এদিকে বন দফতর রাজ্যের উপকূলের এই পর্যটন কেন্দ্রে নতুন করে শতাধিক গাইড নিয়োগ করছে বলে দাবি এলাকার পুরনো গাইডদের। আগে শুধুমাত্র সজনেখালি (Sajnekhali) পয়েন্ট থেকেই সুন্দরবন ভ্রমণের এন্ট্রি হতো। ফলে এখান থেকেই পর্যটকদের সাথে গাইড রওনা দিতে পারতেন।
কিন্তু এখন অন্যান্য অনেক জায়গা থেকেই গাইড পর্যটকদের সাথে জুড়ে যাচ্ছে। ফলে এই সজনেখালির গাইডরা কাজ পাচ্ছেন না। সেই কারণেই মঙ্গলবার তুমুল বিক্ষোভে ফেটে পড়েন সজনেখালির পুরনো গাইডরা। তাঁদের দাবি, তাঁদের কাজ নিশ্চিত করে তবেই নতুন গাইড নিয়োগ করা হোক। এদিন বিক্ষোভখারী গাইডরা আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও বড় আকারে তাঁরা বিক্ষোভ-আন্দোলনে সামিল হবেন।
আরও পড়ুন- ED raids in West Bengal: রাজ্যে দুর্নীতির তদন্তে তৎপর ED, লক্ষণ শেঠের বাড়ি-মেডিক্যাল কলেজে হানা