/indian-express-bangla/media/media_files/2025/07/27/rain-to-stay-in-bengal-till-july-31-2025-07-27-08-35-04.jpg)
ভয়ঙ্কর দুর্যোগের বিরাট আশঙ্কা!
Kolkata Weather Today: রাজ্যবাসীর জন্য নতুন চূড়ান্ত সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩১ জুলাই পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।
আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্তটি পশ্চিমে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। ২৭ জুলাইয়ের মধ্যে এটি দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং আরও পশ্চিমে মধ্যপ্রদেশে এগিয়ে যাবে। তবুও রাজ্যের উপর সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাতদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে 'আগুনে হুঙ্কার' শুভেন্দুর, রাজ্য জুড়ে পাল্টা বৃহত্তর আন্দোলনের ডাক
দক্ষিণবঙ্গের নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ৩১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ২৭ জুলাই থেকে হুগলি, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনা ও বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সকল জেলায় ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া (৩০–৪০ কিমি/ঘণ্টা) বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে—এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাই বর্তমানে হলুদ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ (২৭ জুলাই) কমলা সতর্কতা জারি করেছে আইএমডি।
ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষ! ''ভাষা সন্ত্রাসের' বিরুদ্ধে পথে এবার মমতা, শুরু 'ভাষা আন্দোলন'
আবহাওয়া দফতরের বার্তায় বলা হয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। বাংলা ও ওডিশা উপকূলে ঢেউয়ের উচ্চতা পৌঁছতে পারে ৩.২ মিটার পর্যন্ত। ২৭ জুলাই পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।