Recruitment Scam Case: রাজ্যের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে নেমে একের পর এক হেভিওয়েটকে জেলে পুরেছে ED-CBI। তবে তাদের মধ্যে অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। তদন্তের এই দীর্ঘসূত্রিতা নিয়ে আদালতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে। মঙ্গলবার ফের একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে দেরি ইস্যুতে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এদিন সওয়ালে CBI আইনজীবী সত্যজিৎ রায়ের (Satyajit Roy) 'সোনার কেল্লা' (Sonar Kella) ছবির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র 'ফেলুদা' (Feluda) প্রসঙ্গ। রিলের দুঁদে গোয়েন্দা প্রদোষ মিত্রের (Prodosh Chandra Mitra) তুখোড় 'গোয়েন্দাগিরি' তুলে ধরে আদালতকেও এদিন CBI আশ্বস্ত করেছে।
মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় হলফনামা (affidavit) জমা দিয়েছে CBI। দুর্নীতির গোটা পর্বের উল্লেখ রয়েছে এই রিপোর্টে। CBI-এর পাশাপাশি ED-ও নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে যুক্ত রয়েছে। তারাও তদন্ত সম্পর্কিত বেশ কিছু তথ্য এদিন আদালতে জানিয়েছে। তবে দুই কেন্দ্রীয় সংস্থার তদন্তের গতি নিয়ে ফের একবার যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা এদিন বলেন, "এমনভাবে তদন্ত চলছে যে সবাই বেরিয়ে আসবে। কাউকে পাবেন না। আপনারা কি ভেবেছিলেন সব কিছু মসৃণ হবে?"
এদিন আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, তদন্তে নেমে তাঁরা আরও বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছেন। একইসঙ্গে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার কাজও চলছে। এই মামলার পরের শুনানিতে আদালতে এবিষয়ে রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
আরও পড়ুন- Student Murder: ছুটির ‘লোভে’ ক্লাস ওয়ানের ছাত্রকে থেঁতলে খুন? অষ্টমের পড়ুয়ার বিস্ফোরক বয়ান!
তবে তদন্ত প্রক্রিয়ায় দেরি হলেও হাল ছাড়তে নারাজ সিবিআই। এই বিষয়টিই আদালতে এদিন স্পষ্ট করতে গিয়ে সিবিআই আইনজীবী টেনে আনেন সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা' ছবির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র প্রদোষচন্দ্র মিত্রের প্রসঙ্গ। তিনি বলেন, "আমাদের তদন্তে দেরি হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা বিশ্বাস করি, প্রদোষ মিত্র সোনার কেল্লায় বারবার ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন। কিন্তু দেরিতে হলেও দোষীরা গ্রেফতার হয়েছিল।" সিবিআই আইনজীবীর মুখ থেকে একথা শোনার পর বিচারপতি সিনহাও এদিন বলেন, "আশা করি সিবিআই তার গন্তব্যে পৌঁছবে।" এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ মার্চ।
আরও পড়ুন- Garlic Price: ছুঁলেই ছ্যাঁকা রসুনে! আরও বাড়বে দাম? আশঙ্কায় বুক কাঁপছে আমজনতার