digital transactions: বাংলার মুকুটে এক নয়া পালক! দেশের তাবড় রাজ্যকে টেক্কা দিয়ে 'সেরার সেরা' এরাজ্য

digital transactions: আবারও 'সেরার সেরা' বাংলা। দেশের তাবড় রাজ্যকে টেক্কা দিয়ে বেনজির রেকর্ড তৈরি পশ্চিমবঙ্গের। খোদ কেন্দ্রের রিপোর্টেই এই তথ্য প্রকাশ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal sets record in digital transactions across the country: ডিজিটাল লেনদেনে রেকর্ড বাংলার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

west bengal sets record in digital transactions across the country: সারাদেশে নতুন এক নজির তৈরি করেছে পশ্চিমবঙ্গ। খোদ কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে বলে একটি সংবামাধ্যমের দাবি। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সারা দেশে 'সেরার সেরা' হয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্টে এই ক্ষেত্রে অনেক পিছিয়ে দেশের তাবড় রাজ্যগুলি। 

Advertisment

ই-ট্রাংজেকশন অর্থাৎ অনলাইন লেনদেনে বাংলার ধারে-কাছে নেই দেশের তাবড় রাজ্যগুলি। শুধুমাত্র ভূমি রাজস্ব ক্ষেত্রেই বাংলা অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অনন্য একটি রেকর্ড তৈরি করেছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে এরাজ্যে অনলাইনে লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৩২ লক্ষ টাকা। 

এরই মধ্যে শুধুমাত্র ভূমি রাজস্ব ক্ষেত্রেই অনলাইনে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৭ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কমার্শিয়াল ট্যাক্স, রেজিস্ট্রেশনের মতো অন্যান্য ক্ষেত্রেও বেড়েছে অনলাইনের ব্যবহার।

আরও পড়ুন- West Bengal News Live: মেক্সিকোর সংস্থার প্রতারণাতেই চরম সিদ্ধান্ত, ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রণয়-প্রসূনের

Advertisment

ডিজিটাল লেনে বাংলার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, অসম, ওড়িশার মতো রাজ্যগুলি। এমনকী দক্ষিণের তামিলনাড়ু, তেলেঙ্গনাও এব্যাপারে বাংলার চেয়ে বেশ পিছিয়ে। গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে অনলাইন লেনদেনের ব্যবহার। নগদের ব্যবহার এড়িয়ে গত কয়েক বছরে এরাজ্যে অনলাইন ট্রানজেকশনের এই বৃদ্ধি রীতিমতো নজর কেড়েছে।

আরও পড়ুন- Durgapur News:খাস বাংলায় হাড়হিম কাণ্ড! বিয়ের আসরে গায়ককে গুলি করে 'খুন'

West Bengal Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal digital transactions