বাংলায় এবার SIR, কোন ক্যাটাগরিতে কত নাম বাদ, জানিয়েই দিলেন শুভেন্দু

বিহারের পর বাংলা জুড়ে চলছে SIR-এর প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে SIR-এর যাবতীয় প্রস্তুতি। এর মাঝেই SIR নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিহারের পর বাংলা জুড়ে চলছে SIR-এর প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে SIR-এর যাবতীয় প্রস্তুতি। এর মাঝেই SIR নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
Bikash-Bhavan Avijan-Suvendu-Adhikari-

'বোমা 'ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিহারের পর বাংলা জুড়ে চলছে SIR-এর প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে SIR-এর যাবতীয় প্রস্তুতি। এর মাঝেই SIR নিয়ে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "SIR হওয়া দরকার। SIR-এর কোন ভারতীয় তা সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মালম্বী হোক তার নাম বাদ যাবে না। নাম বাদ যাবে চার রকমের। মৃত ভোটারের নাম থাকবে না। ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি থাকবে না। ভুয়ো ভোটার থাকবে না। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকবে না। এই ধরণের ব্যাক্তিদের নাম ভোটার লিস্টে থাকাটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়"। 

Advertisment

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ভোটার তালিকা থেকে শুধুমাত্র চার ধরনের নাম বাদ যাওয়ার কথা — মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নাম। শুভেন্দু অধিকারীর দাবি, এই প্রক্রিয়া চলাকালীন কোনও ভারতীয় নাগরিকের নাম, সে যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক না কেন, বাদ যাবে না। তাঁর মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা এবং গণতন্ত্রকে আরও স্বচ্ছ করে তোলা।

আরও পড়ুন-রাজ্য জুড়ে কবে থেকে মিলবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি? বিরাট আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

Advertisment

বিহারের প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, সেখানকার ভোটার তালিকা সংশোধনের সময় ৬৫ লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছিল। পশ্চিমবঙ্গেও যদি এই প্রক্রিয়া নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয়, তবে এক কোটিরও বেশি মৃত, ভুয়ো ও অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন, “মৃত ভোটারের নাম বা অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। একটি নির্বাচন সুষ্ঠু ও ত্রুটিমুক্ত করার প্রথম ধাপই হল ভোটার তালিকা সংশোধন করা এবং তাকে সম্পূর্ণ নির্ভুল রাখা।”
 
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে 'বিস্ফোরক' দাবি করলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, রাজ্যের ভোটার তালিকায় প্রায় এক কোটি ভুয়ো নাম রয়েছে, যার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ও ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

 শুভেন্দু অধিকারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় প্রায় এক কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট এন্ট্রি এবং ভুয়ো ভোটারের নাম রয়েছে। এই নামগুলি বাদ দেওয়া জরুরি, নইলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।” পাশাপশি তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, রাজ্যের ভোটার তালিকা থেকে এসব নাম দ্রুত বাদ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য গতকালই SIR নিয়ে ফের একবার সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাস্তবায়নের নামে নির্বাচন কমিশন যা কিছু করছে তা অমিত শাহের নির্দেশেই। মমতা বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বলব যে সবসময় অমিত শাহকে বিশ্বাস না করেন। দেখবেন একদিন তিনি সবচেয়ে বড় মীরজাফর হয়ে উঠবেন। সাবধান থাকবেন।" 

সেই সঙ্গে তাঁর সংযোজন, উৎসবের মরশুম চলছে। প্রাকৃতিক দুর্যোগ চলছে,সর্বত্র বন্যা চলছে। ১৫ দিনের মধ্যে কীভাবে একটি SIR পরিচালনা করা সম্ভব? এটা কি নির্বাচন কমিশন, নাকি বিজেপি কমিশন?"মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অনেক দেখেছি কিন্তু এমন অহংকারী ও স্বৈরাতান্ত্রিক সরকার আগে কখনও দেখিনি"।  

আরও পড়ুন-বিহারের পর বাংলায় SIR, সাত দিনেই চূড়ান্ত প্রস্তুতির নির্দেশ কমিশনের

SIR mamata Suvendu Adhikari