/indian-express-bangla/media/media_files/2025/09/04/mamata-2025-09-04-14-51-09.jpg)
ভোটের আগে বাংলায় হাজার হাজার সরকারি চাকরি
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) ২০২৫ সালের গ্রুপ সি-গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি (ক্লার্ক) এবং গ্রুপ ডি (পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, নাইট গার্ড) পদে মোট ৮,৪৭৭টি শূন্যপদ নিয়োগের ঘোষণা করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ নভেম্বর এবং শেষ হবে ৩ ডিসেম্বর। পরীক্ষা হবে আগামী ২০২৬ সালের জানুয়ারিতে।
আরও পড়ুন- দুরন্ত অ্যাকশন ইডির, সকাল থেকেই কলকাতা সহ একাধিক স্থানে হানা, নিশানায় কোন হেভিওয়েট?
SSC-এর বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি-তে ২,৯৮৯টি ক্লার্ক পদের জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। গ্রুপ ডি পদের মধ্যে পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট এবং নাইটগার্ড অন্তর্ভুক্ত রয়েছে। এই বিভাগের মোট শূন্যপদ ৫,৪৮৮টি। এই পদের জন্য আবেদনকারীদের অষ্টম শ্রেণী পাস হতে হবে। প্রার্থীরা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- রাজ্যের নামি সরকারি মেডিকেল কলেজ ভয়ঙ্কর কাণ্ড! তোলপাড় ফেলা ঘটনায় শিউরে উঠছেন সকলে
মার্চে, সুপ্রিম কোর্ট ১৭,২০৬ শিক্ষকের এবং ৮,৫৪৭ অ-শিক্ষক কর্মচারির চাকরি বাতিল করেছিল। শিক্ষক নিয়োগের পরীক্ষা ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলেও কিন্তু অ-শিক্ষক পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট কোনও নির্দিষ্ট সময়সীমা দেয়নি। অ-শিক্ষক পদ থেকে বরখাস্ত অমিত মন্ডল বলেন, “আমরা অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুপ্রিম নির্দেশের পর আমাদের বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।”