Advertisment

Travel: সবুজে ঘেরা ভূখণ্ডের অনিন্দ্যসুন্দর প্রাকৃতিক শোভা! হৃদয় জুড়োবে কলকাতার কাছের ফাটাফাটি এতল্লাট!

Bhatinda water falls-Offbeat Destinations: কলকাতার কাছে দিন কয়েকের জন্য বেড়াতে যেতে চাইলে এই এলাকা হতে পারে পারফেক্ট চয়েজ। পছন্দের মানুষদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন অসাধারণ এই প্রান্ত থেকে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Bhatinda water falls a tourist destination in dhanbad: ভাটিণ্ডা জলপ্রপাত ঝাড়খণ্ড

Bhatinda water falls: ভাটিণ্ডা জলপ্রপাত।

Bhatinda water falls: পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। কলকাতার কাছেপিঠে যাঁরা একটা ফাটাফাটি ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ করছেন তাঁদের জন্য এই প্রতিবেদন দারুণ আনন্দ দেবে। কলকাতার কাছেই অপরূপ এই প্রান্তে বেড়ানোর ভরপুর আনন্দ মিলবে। দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান করলে এই জায়গা হতে পারে দারুণ এক চয়েজ। প্রকৃতির মাঝে কয়েক বেলা কাটাতে চাইলে কলকাতার কাছেপিঠে এর চেয়ে ভালো জায়গার হদিশ মেলাই দুষ্কর।

Advertisment

হাতে দিন কয়েকের ছুটি থাকলে পৌঁছে যেতে পারেন পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। এখানকার পাহাড়ি অসাধারণ এই প্রান্তে লুকিয়ে রয়েছে অপূর্ব এক মায়াবী তল্লাট। যার নাম ভাটিণ্ডা। এই এলাকার বুক চিরে জঙ্গলে ঘেরা প্রকৃতির নির্জনতায় আপন মেনে বয়ে চলেছে জলস্রোত। এখানকার জলপ্রপাতের অসাধারণ শোভা মনকে নাড়া দিয়ে যাবে।

কোলাহল এড়িয়ে নিরিবিলি-নির্জন পরিবেশে দিন কয়েক কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন ধানবাদের ভাটিণ্ডা থেকে। দিন কয়েকের এই অবসরজাপন বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে। তবে এই ভাটিন্ডার কাছাকাছি আরও কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। চাইলে ঘুরে আসতে পারেন তোপচাঁচি, উস্রি থেকেও। এই ভাটিন্ডা থেকেই গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যেতে পারেন সে তল্লাটে। তবে ধানবাদ থেকেও সরাসরি তোপচাঁচি, উস্রি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন।

কীভাবে যাবেন?

কলকাতার দিক থেকে গেলে হাওড়া স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে ট্রেন ধরে পৌঁছে যান ধানবাদে। ধানবাদ স্টেশন থেকে ভাটিণ্ডা যাওয়ার জন্য ছোট গাড়ি কিংবা অটো পেয়ে যাবেন। 

আরও পড়ুন- CM Mamata Banerjee: যুগান্তকারী ভাবনা মুখ্যমন্ত্রীর! ভোল বদলে যাবে ঝাড়গ্রাম-সুন্দরবনের, কালিম্পঙ নিয়েও বড় সিদ্ধান্ত

আরও পড়ুন- Mamata Banerjee: মন্দারমণি নিয়ে বিরাট রাফ & টাফ মমতা! শতাধিক হোটেল ভাঙা নিয়ে বিশাল পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

কোথায় থাকবেন?

থাকার জন্য ধানবাদ শহরেই বেশ কয়েকটি ভালো-ভালো হোটেল,লজ পেয়ে যাবেন। চাইলে সেখানেই থেকে যেতে পারেন। ধানবাদে থেকে ভাটিণ্ডার পাশাপাশি ঘুরে আসতে পারেন তোপচাঁচি,উস্রি থেকেও। পর্যটকদের সুবিধার্থে ধানবাদের কয়েকটি হোটেলের নাম এবং ফোন নম্বার নীচে দেওয়া হল।

আরও পড়ুন- Darjeeling: উত্তরবঙ্গ ট্যুর এবার আরও রঙিন-আরও মধুর! ফের NJP-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু

Hotel Eden Blu- 08487805687
 
Lodge Rimjhim-07383687656

RS Resort-08485938609

ভাটিন্ডা জলপ্রপাত খোলা ও বন্ধের সময়: 

সোমবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
মঙ্গলবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
বুধবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
বৃহস্পতিবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
শুক্রবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
শনিবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।
রবিবার- সকাল ৮টা থেকে বিকেল ৫টা।

travel Bhatinda water falls Dhanbad
Advertisment