SSC Recruitment Case Verdict:'অবৈধদের বাঁচাতে হাজার-হাজার যোগ্য ছেলেমেয়ের সর্বনাশ', মুখ্যমন্ত্রীকেই দুষছেন রুদ্রনীল

WB SSC Recruitment Scam Case Updates: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী।

WB SSC Recruitment Scam Case Updates: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal SSC Recruitment Case Verdict Rudranil Ghosh criticises Mamata Banerjee

SSC Verdict News Update: সুপ্রিম নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীর সমালোচনায় রুদ্রনীল ঘোষ।

SSC Verdict News Update: সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। একসঙ্গে হাজার-হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাওয়ার বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন BJP নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে রীতিমতো কটাক্ষের পোস্ট রুদ্রনীলের।

Advertisment

কলকাতা হাইকোর্ট এর আগে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল। চাকরি হারিয়েছিলেন এ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন চাকরিহারারা। বৃহস্পতিবার সেই মামলারই চূড়ান্ত রায়দান ছিল।

এদিন শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে। অর্থাৎ এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এদিন সকাল থেকেই শাসকদল তৃণমূলকে তুলোধনা করতে শুরু করেছে বিরোধীরা। 

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict: 'চাপ নেবেন না', চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর, তুলোধনা BJP-CPM-কেও

Advertisment

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার বিজেপির তারকা নেতা রুদ্রনীল ঘোষও চাকরি-বাতিল ইস্যুতে তুমুল কটাক্ষ শানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে রুদ্রনীল ঘোষ লিখেছেন, "দায়ী একজন। যিনি ঘুষ দেওয়া অবৈধদের বাঁচাতে হাজার হাজার যোগ্য ছেলে-মেয়ের সর্বনাশ করলেন তথ্য লুকিয়ে।"

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:'সরকার কিছু না বলা পর্যন্ত স্কুলে আসব, স্বামীরও তো চাকরি গেল', হতাশ বিজ্ঞানের 'দিদিমণি'

Bengali News Today news in west bengal news of west bengal CM Mamata banerjee Rudranil Ghosh SSC SSC recruitment WB SSC Scam SSC Recruitment Case Verdict