SSC Recruitment Case Verdict: 'চাপ নেবেন না', চাকরিহারাদের বার্তা মুখ্যমন্ত্রীর, তুলোধনা BJP-CPM-কেও

WB SSC Recruitment Scam Case Updates: ২০১৬ সালের এসএসসি-র নিয়োগের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। একসঙ্গে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী।

WB SSC Recruitment Scam Case Updates: ২০১৬ সালের এসএসসি-র নিয়োগের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। একসঙ্গে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal SSC Recruitment Case Verdict Mamata Banerjee reassures joblosers

SSC Verdict News Update: চাকরিহারাদের আশ্বস্ত করে কী বললেন মুখ্যমন্ত্রী?

SSC Verdict News Update: সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের বা SSC-এর ২০১৬ সালের পুরো প্যানেলে বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন এ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে চাকরিহারাদের এবার নয়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। "মানসিক চাপ নেবেন না, ধৈর্য হারাবেন না।" বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বিরোধী বিজেপি ও বামেদেরও তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এর আগে কলকাতা হাইকোর্টও রাজ্যের প্রায় ২৬ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতও হাইকোর্টের সেই নির্দেশই বহাল রেখেছে। শীর্ষ আদালতের এই নির্দেশের পরেই স্বভাবতই মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজ্যের হাজার-হাজার চাকরিপ্রাপক। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে আজ নবান্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং শিক্ষা দফতরের শীর্ষ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতির থেকে আমরা কি আর একটু মানবিকতা আশা করতে পারি না? একটা আত্মরক্ষার সুযোগ কি দেওয়া যেত না?" তবে আদালতের রায়কে এদিন ইতিবাচকভাবে গ্রহণ করেছে রাজ্য সরকার। একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। সেই সঙ্গে এদিন চাকরিহারাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, "ন্যায্যভাবে বঞ্চিতদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। আদালতের রায় আমাদের বিরুদ্ধে গেছে। তেমন দুটো পথও দিয়েছে। সব রায় মেনেই আমরা সেটা করব।"

আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা, 'ন্যায্যভাবে বঞ্চিতদের পাশে আছি', আশ্বাস মুখ্যমন্ত্রীর

Advertisment

এদিকে চাকরিহারাদের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "চাকরি যাদের গিয়েছে তারা বিচার পেতে ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন। শিক্ষামন্ত্রীকে তারা অনুরোধ করেছেন, সবাই তারা একত্রিত হতে চান।" আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে তাদের কথা শুনতে মুখ্যমন্ত্রীও যাবেন বলে জানিয়েছেন। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, "ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রক্রিয়া হবে, আদালত তো আপনাদের আবেদন করতে বলেছে। আপনারা আবেদন করুন।"

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:'সরকার কিছু না বলা পর্যন্ত স্কুলে আসব, স্বামীরও তো চাকরি গেল', হতাশ বিজ্ঞানের 'দিদিমণি'

এরই পাশাপাশি সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এদিন বিরোধীদেরও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের সাংবাদিক বৈঠক থেকেই বিজেপি এবং বামেদের তুলোধোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপিকে দুষে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি-সিপিএমও সচল থাকবে না।"

আরও পড়ুন- SSC Recruitment Case Verdict:একসঙ্গে ১১ শিক্ষকের চাকরি গেছে, দুশ্চিন্তায় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের স্কুলের প্রধান শিক্ষক

Bengali News Today news in west bengal news of west bengal supreme court CM Mamata banerjee WB SSC Scam SSC SSC recruitment SSC Recruitment Case Verdict