/indian-express-bangla/media/media_files/2024/12/19/U0YpUepGM6uBC0Sz0OM5.jpg)
SSC Recruitment Scam: সুপ্রিম কোর্টে পিছোল চাকরি বাতিল মামলা।
SSC Recruitment Scam: রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এক কথায় ঝুলেই রইল ২৬ হাজার চাকরিপ্রাপকের ভবিষ্যৎ। আজও আলাদা করা গেল না বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের। SSC মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ জানুয়ারি।
সুপ্রিম কোর্টে ঝুলেই রইল রাজ্যের ২৬ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ। বুধবার নির্দিষ্ট সময়ে এই মামলার শুনানি শুরু হয়েছিল। তবে আজ সময়ের অভাবে এই মামলার পুরোটা শোনা যাবে না বলে জানায় আদালত। যদিও আইনজীবীদের অনুরোধে শেষমেষ বিচারপতি মামলা শুনতে রাজি হন।
মামলার শুনানির প্রথম পর্যায়ে বৈধ এবং অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী। আদালতে তিনি তাঁর সওয়ালে বলেন, "যেসব যোগ্য প্রার্থীরা রয়েছেন তাঁরা যেন বেনিয়মের জন্য বঞ্চিত না হন। সেটা দেখতে হবে।" এরই পাশাপাশি নবম-দশম এবং গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মুকুল রোহতগি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাওয়াল করতে শুরু করেন।
তিনি তাঁর সওয়ালে বলেন, "আসল OMR শিট নেই। তার স্ক্যান করা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না।" এরপর প্রধান বিচারপতি বলেন, "দুর্নীতি করে কাদের চাকরি হয়েছে সেটা দেখা গুরুত্বপূর্ণ। কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেটা দেখতে হবে।"
আরও পড়ুন- Digha: নতুন বছরের শুরুতেই ফাটাফাটি আয়োজন দিঘায়! গঙ্গোৎসব-সি-ফুড ফেস্টিভ্যাল উপরি পাওনা
উল্লেখ্য, ২০১৬ সালের SSC-র গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরিও বাতিল হয়ে যায়। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়াও চাকরিহারাদের একাংশও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আজ সেই মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তবে সময়ের অভাবে আজও শুনানি হল না। সুপ্রিম কোর্টে SSC চাকরি বাতিল মামলার শুনানি আগামী ২৭ জানুয়ারি।
আরও পড়ুন- Jyotipriya Mallick: রেশন দুর্নীতির 'কিংপিন' বলেছিল ED, সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই জামিন দিল আদালত