/indian-express-bangla/media/media_files/2025/02/28/xaLtR8yzMlSKnl7Pql8L.jpg)
Suvendu Adhikari-Abhishek Banerjee: শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Suvendu Adhikaris reply to Abhishek Banerjees attack: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়ে তাঁকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে নিয়েও তীব্র বিষোদগার শোনা যায় তৃণমূল সাংসদের মুখে। অভিষেকের সেই তোপের জবাব এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এরই পাশাপাশি অভিষেকের BJP-যোগ বিতর্ক নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী।
অভিষেকের BJP যোগ দেওয়া প্রসঙ্গে কী বললেন শুভেন্দু?
"বিজেপি কেন ওই পচা মালকে নেবে? কে এসব বলেছে? কবে কথা হয়েছে? কাকে জানিয়েছে? এত দুর্দিন হয়নি বিজেপির। এটা ফালতু কথা। ২০১১-এর পরে আসা মাল...বড় বড় লেকচার দিচ্ছে। কবে থেকে ও রাজনীতি করছে?"
অভিষেকের 'বিশ্বাসঘাতক' তোপের পাল্টা শুভেন্দুর:
"ও (অভিষেক বন্দ্যোপাধ্যায়) টার্গেট করেছিল। এর কারণ ও বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান, কুন্তল-শান্তনু, সুজয়কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটা ফেঁদেছিল, তাতে বাধা দিয়েছিলাম আমি। ২০১১ সালের আগে চেয়ে-চিন্তে তৃণমূল চালাতে হত। ২০১৪ সাল থেকে যে খেলাটা শুরু করেছেন উনি....যত দুর্নীতি...প্রায় ৩ হাজার কোটি টাকার মালিক। এরকম একটা নাবালক ছেলে। চাটার্ড ফ্লাইটে ঘুরে বেড়ায়। এই বেয়াদপ-চোরটার জন্যই তৃণমূল ছেড়েছি আমি। আমি ২১ বছর ধরে তৃণমূল করেছি। মমতা ব্যানার্জি যে এই বাছুরটাকে তুলেছে এটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল।"
আরও পড়ুন- Nepal Earthquake: নেপালে জোরালো ভূমিকম্প, থর থর করে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়িও
মুকুল রায়কে অভিষেকের বিষোদগার নিয়ে পাল্টা আক্রমণ শুভেন্দুর:
"আমি মনে করি এই ছোঁড়াটার এতটুকু মনুষ্যত্ব নেই। মুকুল রায় আজ হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা সংকটনজনক। বিজেপি মুকুল রায়কে কৃষ্ণনগর থেকে জিতিয়ে এনেছিল। তাঁর পুত্রকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের বড় ভূমিকা ছিল। মুকুল রায় তৃণমূলে ফিরতে যেতে চাননি। শুভ্রাংশু নিয়ে গেছে ওঁকে। আজ শুভ্রাংশু নেতাজি ইন্ডোরে বসে এটা সহ্য করল কী করে? পিসিকেও হারিয়েছি। একদিন আসবে ওকেও হারাব এবং ভেতরেও ঢোকাব।"
গতকাল তাঁর BJP যোগ জল্পনা নিয়ে কী বলেছিলেন অভিষেক?
"খবরে রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি বিজেপিতে যাব। খবরের একশোয় একশোই মিথ্যা। আমি অন্য ধাতুতে তৈরি। বিজেপির বশ্যতা স্বীকার করার লোক আমি নই। আমার গলা কেটে দিলেও সেই কাটা গলা দিয়েই বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।"
মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের নিয়ে গতকাল কী বলেছিলেন অভিষেক?
"দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল-শুভেন্দুদের আমিই চিহ্নিত করেছিলাম।"