TMC Leader arrested: জুয়ার আসর থেকে গ্রেফতার হল আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চল কমিটির তৃণমূলের সভাপতি মিঠুন মণ্ডল। পাশাপাশি এই ঘটনায় পুলিশ আরও তিনজন তৃণমূল কর্মীকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার মঙ্গলপুর এলাকায়। সোমবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে তৃণমূল নেতা মিঠুন মণ্ডল ছাড়াও রয়েছে চঞ্চল রায়, মানিক বর্মন এবং জনক মণ্ডল। এরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।
বোর্ড মানি হিসেবে উদ্ধার হয়েছে সাড়ে চার হাজার টাকা। গ্রামের একটি মেলাকে ঘিরেই বাগানে জুয়ার বোর্ড বসানোর অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। পাশাপাশি এই এলাকার জুয়ার বোর্ডও পরিচালিত করছিল।
আরও পড়ুন ট্যাব কেলেঙ্কারির তদন্তে ফের সাফল্য, পুলিশের জালে আরও ৩
এদিকেই এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের জেলা সহ-সভাপতি বাবলা সরকার জানিয়েছেন, 'প্রকৃত ঘটনা কী ঘটেছে তা না জেনে বলতে পারব না। তবে কেউ যদি অন্যায় করে তার জন্য পুলিশ ও প্রশাসন আছে। তাঁরাই আইনগত ব্যবস্থা নিবে।'
আরও পড়ুন কসবার গুলিকাণ্ডে চাঞ্চল্যকর 'লিড' পেল পুলিশ! স্কুটারের নম্বর চিহ্নিত
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি জানিয়েছেন, 'পুলিশের অভিযানের পর শাসকদলের এই ধরনের নেতাদের প্রকৃত চরিত্র যারা যাচ্ছে। এটা তৃণমূলের অপসংস্কৃতি।'