Advertisment

Tab Scam: ট্যাব কেলেঙ্কারির তদন্তে ফের সাফল্য, পুলিশের জালে আরও ৩

West Bengal Tab Scam: রাজ্যের জেলায় জেলায় ট্যাব দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের পাঠানো ট্যাবের টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Arrest,Tmc leader ashoke jha, Elephant Tusk Smuggling, elephant tusk, TMC, arrest, হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অশোক ঝা, কলকাতার তৃণমূল নেতা গ্রেফতার

WB Tab Scam: প্রতীকী ছবি।

Police arrested 3 people from Siliguri in investigation of tab scam: ট্যাব কেলেঙ্কারি (Tab Scam) নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই কেলেঙ্কারি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। পুলিশকে কড়া হাতে পরিস্থিতির মোকাবিলার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির তদন্তে নেমে ক্রমাগত বেড়ে চলেছে ধৃতদের সংখ্যা। এবার শিলিগুড়ির (Siliguri) ভক্তিনগর এলাকা থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে আরও তিনজনকে।

Advertisment

ট্যাব দুর্নীতিতে ক্রমেই বাড়ছে ধৃতের সংখ্যা। এবার শিলিগুড়ির ভক্তিনগরে অভিযান চালায় কলকাতা পুলিশের বিশেষ দল। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যের ট্যাব দুর্নীতির 'এপিক সেন্টার' এই চোপড়া বলে সন্দেহ পুলিশের। দুর্নীতিতে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টায় কলকাতা পুলিশের সিটের আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত অন্যতম প্রকল্প 'তরুণের স্বপ্ন'। এই প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়। অভিযোগ, সেই টাকাই হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। রাজ্যের জেলায়-জেলায় এই অভিযোগ উঠেছে। রাজ্য সরকারের পাঠানো ট্যাবের টাকা পায়নি বহু ছাত্র-ছাত্রী। শিক্ষা দফতরের পোর্টাল হ্যাক করে হ্যাকাররা টাকা হাতিয়ে নিচ্ছে দিকে-দিকে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: খাস কলকাতায় ফের রোমহর্ষক খুন! মিলল রক্তাক্ত দেহ, নাটকীয় কায়দায় জালে অভিযুক্ত

আরও পড়ুন- Weekend getaways: কলকাতার কাছেই পাহাড়ঘেরা অপরূপ প্রান্তে হৃদয় জুড়নো স্বস্তি! গেলে ফিরতে মনই চাইবে না...

এদিকে বাংলার ট্যাব দুর্নীতির জল গড়িয়েছে বিহার-ঝাড়খণ্ডে। রাজ্যের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো ট্যাবের টাকা চলে গিয়েছে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে সেই সব বেশ কিছু অ্যাকাউন্টের তালিকা তৈরি করে সেগুলি ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন- Howrah Taxi Stand: একেবারে ফিল্মি কায়দায় হানা, হাওড়ায় ট্যাক্সিস্ট্যান্ডে 'দালালরাজ' বন্ধে নাটকীয় অভিযান!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব কেলেঙ্কারির শিকড় ওপড়াতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন পুলিশকে। ট্যাপ কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশ সিট গঠন করেছে। এখনও পর্যন্ত এই কেলেঙ্কারির ঘটনায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের দফায় দফায় জেরা চলছে। বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেই জেরায়। তারই ভিত্তিতে সম্প্রতি শিলিগুড়িতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্যাব দুর্নীতিতে যুক্ত আরও তিনজনকে।

আরও পড়ুন- Mandarmani: চরম বিপত্তি মন্দারমণিতে! প্রশাসনের কঠিন নির্দেশে কয়েক হাজার মানুষের রুটিরুজি প্রশ্নের মুখে

Arrested news of west bengal news in west bengal Tab Scam Arrest siliguri
Advertisment