Advertisment

Darjeeling: উত্তরবঙ্গ ট্যুর এবার আরও রঙিন-আরও মধুর! ফের NJP-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা চালু

NJP-Darjeeling Toy Train: পাহাড়ে একটানা বৃষ্টির জেরে দীর্ঘ কয়েকমাস ধরে এই পথে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে ক্ষতিগ্রস্ত রেলপথ এলাকায় মেরামতির কাজ চালানোর পর ফের সেই পরিষেবা পুনরায় চালু করে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Toy train service temporarily suspended due to landslide in Darjeeling hills, দার্জিলিঙে সাময়িকভাবে বন্ধ টয়ট্রেন পরিষেবা

NJP-Darjeeling Toy Train: প্রতীকী ছবি।

NJP-Darjeeling toy train service start: আবার পুরনো নস্টালজিয়ায় ডুব। পর্যটনের ভরা মরশুমে পর্যটকদের জন্য দারুণ খবর! রবিবার থেকে নিউ জলপাইগুড়ি-দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু হয়ে গিয়েছে। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে চলতি বছরের জুলাই মাস থেকে এই পরিষেবা বন্ধ করে দিয়েছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ (Darjeeling Himalayan Railway)। গত কয়েক মাস ধরে এই রেলপথের ক্ষতিগ্রস্ত এলাকা লাইন মেরামতের কাজ চলেছে। যাত্রী সুরক্ষার সব দিক খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার পরেই এই পরিষেবা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisment

রবিবার থেকে NJP থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু করে দেওয়া হল। স্বাভাবিকভাবেই পর্যটনের ভরা মরশুমে এই খবরে দুরন্ত আনন্দে পর্যটকের (Tourists) দল। এই মুহূর্তে পাহাড়ের কোনায় কোনায় তাক লাগানো সব পর্যটন কেন্দ্রে ভ্রমপিপাসুদের ঠাসা ভিড়। পুজোর আগে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু হয়ে যাওয়ার খবরে পর্যটকরা দারুণ উচ্ছ্বসিত। দারুণ খুশি এলাকার পর্যটন ব্যবসায়ীরাও।

এই বছর পুজোর আগে থেকে পাহাড়ে ভিড় পর্যটকদের। উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রের রিসর্ট, হোটেল, লজ গুলির বুকিং কানায় কানায় পূর্ণ। ঠিক এই আবহে এবার এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু হয়ে যাওয়াটা পর্যটকদের কাছে বাড়তি পাওনার মতো।

আরও পড়ুন- Weekend getaways: কলকাতার কাছেই পাহাড়ঘেরা অপরূপ প্রান্তে হৃদয় জুড়নো স্বস্তি! গেলে ফিরতে মনই চাইবে না...

আরও পড়ুন- Sanjay Roy: আদালতে সঞ্জয়, তারস্বরে বাজল হর্ন, গাড়ির ছাদ চাপড়ালেন পুলিশকর্মীরা

রবিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার নতুন করে এই টয় ট্রেন পরিষেবা চালু করেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একাধিক কর্তা বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন করে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাওয়ায় এই পথে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন- Digha: পর্যটকদের মনোরঞ্জনে স্বপ্নের উদ্যোগ! দিন কয়েকেই দিঘার মুকুটে জুড়ছে নতুন পালক

আরও পড়ুন- Mandarmani: চরম বিপত্তি মন্দারমণিতে! প্রশাসনের কঠিন নির্দেশে কয়েক হাজার মানুষের রুটিরুজি প্রশ্নের মুখে

New Jalpaiguri darjeeling north bengal tourism Toy Train north bengal
Advertisment