/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
শুরু কাউন্টডাউন, পুজো শেষেই বাংলায় SIR? রইল ব্রেকিং আপডেট
বিহারের পর, পশ্চিমবঙ্গও SIR-এর প্রস্তুতি শুরু। কবে থেকে শুরু প্রক্রিয়া? জানিয়ে দিল কমিশন। CEO অফিস সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী পুজোর পর ৬ অক্টোবর থেকে ভোটার তালিকার বিশেষ সংস্করণ-এর (Special Intensive Revision - SIR) কার্যক্রম শুরু হতে চলেছে। এদিকে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। SIR-এর প্রস্তুতির অংশ হিসেবে ২০০২ সালের SIR-এর তথ্য ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ চলছে।
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই 'ঝড়' তুললেন মুখ্যমন্ত্রী,মমতার হাত ধরেই ৩ হাজার মন্ডপের উদ্বোধন
এদিকে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়েছে। বৃহস্পতিবার CEO অফিস থেকে উদ্বোধন করা হয়েছে ইলেকশন ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম (EMMS) 2.0 পোর্টাল। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় ৩২,০০০ সরকারি অফিসে ভোটার কর্মকর্তা ও কর্মীদের ডেটাবেস তৈরি করা হবে। আগামী নির্বাচনে প্রায় ১৪,০০০ নতুন ভোট কেন্দ্র খোলার কারণে বুথ লেভেল অফিসার (BLO)-এর অভাব দেখা দিতে পারে বলেই মনে করছে কমিশন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিমধ্যেই অনেক নির্বাচন কর্মী BLO হিসেবে মনোনীত হয়েছেন। CEO অফিসের তরফে সকল সরকারি অফিসকে নির্দেশ দিয়েছে, তাদের কর্মচারীদের তথ্য EMMS 2.0 পোর্টালে আপলোড করতে হবে। নির্দেশ না মানলে Representation of the People Act, 1951-এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন।
পিকনিকের আয়োজনের মাঝেই সব শেষ! দাপুটে TMC নেতার রহস্যমৃত্যু, তড়িঘড়ি হাজির রাজ্যের হেভিওয়েট মন্ত্রী
বিহারের পর, নির্বাচন কমিশন সারা দেশে SIR চালু করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে রাজ্যে সামনের বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর কাজ সেড়ে নিতে চাইছে কমিশন। এর জন্য প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুর্গাপূজা শেষ হওয়ার পর, ৬ অক্টোবরের পরে SIR শুরু হবে বলে আশা করা হচ্ছে।