/indian-express-bangla/media/media_files/2025/08/03/red-alert-for-multiple-north-bengal-districts-2025-08-03-08-19-52.jpg)
আজও বৃষ্টিতে ভাসবে কলকাতা
Kolkata Weather Today: আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়ঙ্কর আশঙ্কা জারি করল IMD। আগামী ১৩ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
র্যাগিং সহ্য করতে পেরে চরম সিদ্ধান্ত? মেধাবী পড়ুয়ার মৃত্যুতে ঘনাচ্ছে রহস্যের কালো মেঘ
আজ, রবিবার (১০ আগস্ট) কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর (IMD) কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহান্ত পর্যন্ত ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায়, বিশেষত এনএইচ-১০-এ, একাধিক ভূমিধসের কারণে সিকিম ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।