Kolkata Weather Today: আজ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়ঙ্কর আশঙ্কা জারি করল IMD। আগামী ১৩ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আজ, রবিবার (১০ আগস্ট) কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর (IMD) কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহান্ত পর্যন্ত ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায়, বিশেষত এনএইচ-১০-এ, একাধিক ভূমিধসের কারণে সিকিম ও উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।