/indian-express-bangla/media/media_files/2025/09/14/imd-weather-forcast-2025-09-14-09-12-24.jpg)
মহালয়ার মাত্র সাত দিন বাকি, ফের নিন্মচাপের জোরালো প্রভাব, কপালে ভাঁজ বঙ্গবাসীর
Kolkata Weather Today: মহালয়ার আর মাত্র সাত দিন বাকি। দুর্গাপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি কপালে ভাঁজ ফেলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিন্মচাপের প্রভাব পড়তে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে। ফলে আগামী সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ১৪ সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি, ১৫ সেপ্টেম্বর ৩১ ডিগ্রি এবং ১৬ সেপ্টেম্বর ২৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। ১৭ ও ১৮ সেপ্টেম্বরও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে একাধিক জেলায়। বিশেষ করে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে এই সতর্কতা জারি থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৮ ডিগ্রি।
Anukul Thakur: পাশ করা হোমিওপ্যাথি চিকিৎসক, বেশি পরিচিতি পেলেন 'অনুকূল ঠাকুর' নামে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ১৪ সেপ্টেম্বরের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির (৭–২০ সেমি) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রবল বৃষ্টির (৭–১১ সেমি) জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় বজ্রঝড়-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us