/indian-express-bangla/media/media_files/2025/09/14/rg-kar-medical-student-death-boyfriend-arrested-malda-2025-09-14-08-55-10.jpg)
RG Kar চিকিৎসক পড়ুয়া মৃত্যতে খুনের মামলায় বড় পদক্ষেপ
RG KAR Student Death: আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া অনিন্দিতা সোরেনের রহস্যমৃত্যুতে নতুন মোড়। অভিযোগের ভিত্তিতে অনিন্দিতার প্রেমিক উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে মালদা মেডিকেল কলেজের হোস্টেল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রবিবার ধৃতকে মালদা আদালতে পেশ করলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর মা আলপনা সোরেনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলের বিরুদ্ধে খুন, আত্মহত্যায় প্ররোচনা, মানসিক ও শারীরিক নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস—এমন একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে আদালতে যাওয়ার পথে ধৃত কোনও মন্তব্য করতে চাননি।
SSC EXAM: সদ্য বিবাহিত, নোয়া খুলতে হবে শুনেই তীব্র প্রতিবাদ, তুমুল বচসায় হট্টোগোল, তারপর....?
তদন্তে উঠে এসেছে, গত বৃহস্পতিবার অচেতন অবস্থায় অনিন্দিতাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করেন উজ্জ্বল। চিকিৎসকরা জানান, তিনি একসঙ্গে ১০–১৫টিরও বেশি উচ্চক্ষমতার ওষুধ খেয়েছিলেন, যার প্রভাব সরাসরি কিডনি ও লিভারে পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অনিন্দিতার।
মৃতার মা আলপনা দেবীর অভিযোগ, চারদিন ধরে মালদার একটি হোটেলে মেয়েকে আটকে রেখেছিল উজ্জ্বল। বিয়ের জন্য চাপ দেওয়াতেই পরিকল্পনা করে বিষক্রিয়ার মাধ্যমে খুন করা হয়েছে তাঁর মেয়েকে। এমনকি ত্রিকোণ প্রেমের যোগসূত্রও এই ঘটনার পিছনে থাকতে পারে বলে দাবি পরিবারের।
তীব্র কম্পনে কাঁপল অসম, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে রাস্তায় মানুষ
অনিন্দিতা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা এবং আরজিকর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। অন্যদিকে ধৃত উজ্জ্বল সোরেন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটানগরের বাসিন্দা। সেও মালদা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছিল।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি এবং প্রাথমিক তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।
East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us