Advertisment

West Bengal News Highlights: 'ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা

West Bengal News Highlights Today 13 Dec, 2024:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sandip ghosh, abhijit mondal, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল

News in West Bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট।

Latest West Bengal News Highlights: সুপ্রিম কোর্টে (Supreme Court) গতকাল ফের একবার পিছিয়ে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলায় দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের চাকরি বাতিল হবে, এই দুটি বিষয় আদালত বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে।

Advertisment

এদিকে, শীত পড়তেই যেন বাজার গরম বামেদের! লোকসভা থেকে বিধানসভা এমনকী সাম্প্রতিক সময়ের উপনির্বাচনেও মুখ পুড়েছিল বামেদের। তবে এবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) নির্বাচনে  জয় পেল বামেরা। কলকাতা মেট্রোরেলে বাম সমর্থিত রেল মেন্স ইউনিয়ন ধরে রাখল বাম। তবে শুধু কলকাতা মেট্রোরেলই নয়, পূর্ব রেলের নির্বাচনেও বাম সমর্থিত ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্ব রেলের ভোটে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন নির্বাচনে এককভাবে জয়ী হয়েছে।

অন্যদিকে, নদিয়ার রানাঘাটের মাটির নিচে জ্বালানির ভাণ্ডার রয়েছে বলে ধারণা ONGC-র। রানাঘাটে মাটির নিচে জ্বালানি অনুসন্ধানে রীতিমতো আগ্রহী হয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পাইপ লাইন বসানো থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজ অত্যন্ত তৎপরতার সঙ্গে করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে সংসদে বিশদে জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যতটা অনুসন্ধানের কাজ গিয়েছে তার ওপর ভিত্তি করে যাবতীয় পরবর্তী পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছে।

  • Dec 13, 2024 18:46 IST

    West Bengal News Live: জয়নগরের পর ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা

    জয়নগরের পর এবার ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে দোষীর মৃত্যুদণ্ড। শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন। ধর্ষণ-খুনের ৬০ দিনের মধ্যে জঙ্গিপুর আদালতে সাজা ঘোষণা।



  • Dec 13, 2024 18:19 IST

    West Bengal News Live: 'ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের বিরোধিতা জুনিয়র ডাক্তাররা

    আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের খবর রীতিমতো হতাশ এবং ক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদাররা জানিয়ে দিলেন, '৯০ দিনেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না, তার দায় সিবিআইকেই নিতে হবে। সিবিআই তদন্ত মানেই বিচার হয়ে গেছে তা নয়। ধর্ষক-খুনিদের মুক্তাঞ্চল হয়ে গেছে রাজ্য। বৃহত্তর আন্দোলনের জন্য এবার তৈরি হতে হবে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।'



  • Advertisment
  • Dec 13, 2024 16:43 IST

    West Bengal News Live:জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা

    রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল বোর্ড। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৫ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এট্রান্স পরীক্ষা নেওয়া হবে আগামী ২৭ এপ্রিল। এই পরীক্ষার জন্য আবেদন করতে হলে আবেদনকারীরা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in কিংবা www.wbjeeb.in ওয়েবসাইট দেখতে পারেন।



  • Dec 13, 2024 16:11 IST

    West Bengal News Live:সন্দীপ ঘোষের জামিন

    আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় সন্দীপ ঘোষের জামিন হল। সেই সঙ্গে জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও। গ্রেফতারের ৯০ দিন পরেও ৯০ দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলেন বিচারক। জামিন দিল শিয়ালদহ আদালত।

    বিস্তারিত পড়ুন- Sandip Ghosh got Bail: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা, সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিন



  • Dec 13, 2024 15:28 IST

    West Bengal News Live:তৃণমূল নেতার বাড়িতে NIA

    পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নাড়ুয়াভিলা বিস্ফোরণ কাণ্ডে এক দাপুটে তৃণমূল নেতার বাড়িতে NIA হানা। শুক্রবার সকালে ৮ সদস্যদের NIA টিম কাঁথির কনৌকপুরের তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে পৌঁছোয়। মানব পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। ওই তৃণমূল নেতাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় এনআইএ-র গোয়েন্দারা। NIA টিমের সঙ্গেই ছিল কাঁথি থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ি থেকে একটি ল্যাপটপ, সাদা কাপড়ে মোড়া বেশ কয়েকটি ডায়েরি বাজেয়াপ্ত করেছে NIA। 

    বিস্তারিত পড়ুন- NIA Raid: বোমা বিস্ফোরণ মামলার তদন্তে নয়া ব্রেক? দাপুটে তৃণমূল নেতার বাড়িতে NIA হানা



  • Dec 13, 2024 14:08 IST

    West Bengal News Live:পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ

    ফের আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসত। বৃহস্পতিবার রাতে বারাসাত ন' পাড়া সংলগ্ন আমতলা এলাকায় পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে তদন্তের কাজে যায় পুলিশ। তখনই পুলিশের উপর হামলা চালায় এক যুবক। তড়িঘড়ি ওই পুলিশ আধিকারিককে হাসপাতচালে ভর্তি করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন- Barasat News: পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ, ভয়ঙ্কর কাণ্ড বারাসতে!



  • Dec 13, 2024 12:53 IST

    West Bengal News Live:চাকরি খোয়ালেন রবীন্দ্রভারতীর অপসারিত রেজিস্ট্রার

    এবার চাকরি গেল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রের। আর্থিক অনিয়ম-সহ একগুচ্ছ অভিযোগ ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার সুবীর মৈত্রের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে। এরপরেই সুবীর মৈত্রের জবাবি চিঠি চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্ট এবং সুবীর মৈত্রের জবাবি চিঠি খতিয়ে দেখার পরেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী তিনি অবসরকালীন কোনও সুবিধাও পাবেন না।



  • Dec 13, 2024 12:38 IST

    West Bengal News Live:আরজি কর মামলায় নতুন আইনজীবী

    এতদিন আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে নিম্ন আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সওয়াল করলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। এবার নতুন আইনজীবী লড়বেন মামলা। আরজি কর (RG Kar)-এর নির্যাতিতার পরিবারের হয়ে এবার সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আইনজীবী করুণা নন্দী (Karuna Nandy)। আগেই আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover) এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। বৃন্দা গ্রোভারের পর এবার নির্যাতিতার পরিবারের হয়ে করুণা নন্দী ও তাঁর সহযোগিরা সুপ্রিম কোর্টে সওয়াল করবেন।

    বিস্তারিত পড়ুন- RG Kar Case: আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী বদল, এবার কার উপর 'ভরসা' 'অভয়া'র বাবা-মায়ের?



  • Dec 13, 2024 11:29 IST

    West Bengal News Live:আবর্জনার স্তূপে কাটা মুণ্ড

    সাতসকালে কলকাতা শহরে হাড়হিম করা ঘটনা। দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় আবর্জনার স্তূপে মিলল মানুষের কাটা মুন্ড। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছে পুলিশকে।



  • Dec 13, 2024 10:56 IST

    West Bengal News Live:জামিন পেলেন পার্থ

    জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে ইডির মামলায় জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির মামলায় গত ২৭ মাস ধরে জেলে রয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।



  • Dec 13, 2024 10:06 IST

    West Bengal News Live: স্কুলে স্কুলে বোমাতঙ্ক

    ফের স্কুলে বোমাতঙ্ক! যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চূড়ান্ত চাঞ্চল্য। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে আবারও বোমা হামলার হুমকি ইমেল পেয়েছে দিল্লির একাধিক বেসরকারি স্কুল। এরপরই তদন্তে নামে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।



  • Dec 13, 2024 09:37 IST

    West Bengal News Live:এবার হাড় কাঁপাবে ঠান্ডা!

    রীতিমতো শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ১৩ ডিসেম্বর থেকে আগামী রবিবার ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের দাপট চলবে। এক কথায় বলতে গেলে জাঁকিয়ে শীতের এটাই প্রথম স্পেল বাংলায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও এই পর্বে আগামী রবিবার পর্যন্ত শীতের দাপুটে মেজাজ দেখা যাবে। মেঘমুক্ত আকাশে হু হু করে নামবে ভারত।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: এবার হাড় কাঁপাবে ঠান্ডা! শৈত্যপ্রবাহের কবলে কোন কোন জেলা? কলকাতার পারদ কোথায় নামবে?



  • Dec 13, 2024 08:58 IST

    West Bengal News Live:আজ সাজা ঘোষণা

    আজ ফরাক্কা কাণ্ডে সাজা ঘোষণা। মুর্শিদাবাদের ফরাক্কায় একটি শিশুকে গণধর্ষণ ও খুনের ঘটনার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে দু'মাসের মধ্যেই। গতকালই দুই অভিযুক্তকে দোষী হিসেবে সাব্যস্ত করেছে জঙ্গিপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট। আজ সাজা ঘোষণা করবে আদালত।



  • Dec 13, 2024 08:54 IST

    West Bengal News Live:ফের যুদ্ধের জিগির

    বাংলাদেশে ফের বিএনপি নেতার মুখে যুদ্ধের জিগির। বৃহস্পতিবার ঢাকার একটি সভায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, "প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। প্রত্যেক ছাত্রকে রাইফেল চালানো শিখতে হবে।"



  • Dec 13, 2024 08:51 IST

    West Bengal News Live:ভারতীয়দের হুমকি

    বাংলাদেশে এবার ভারতীয়দের বিরুদ্ধে আরও উস্কানিমূলক মন্তব্য ছাত্র আন্দোলনের নেতা কথা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় দেখা যাচ্ছে, বাংলাদেশে থাকা ভারতীয়দের 'লাথি' মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান। সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।



Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal news in west bengal Bengali News Today West Bengal News
Advertisment