Advertisment

Heat Wave Red Alert: আগুন ঝরছে দক্ষিণবঙ্গে! ৬ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ! জারি রেড অ্যালার্ট! বৃষ্টি কবে?

Heat Wave Alert South Bengal: জ্বালাপোড়া গরমে সেদ্ধ শরীর। গত কয়েকদিন ধরেই মাত্রাছাড়া গরমে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অসহ্য গরমে জেরবারা আট থেকে আশি। ইতিমধ্যেই ৪৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে পারদ। জেলায় জেলায় এবার অতি তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather Today: আবারও আগুন ঝরাবে সূর্য?

Heat Wave Red Alert: তীব্র দাবদাহ থেকে নিস্তার নেই আজও। রবিবারও দিনভর দগ্ধ পরিস্থিতি দক্ষিণবঙ্গজুড়ে। মাত্রাছাড়া গরমের অসহনীয় কষ্টে জেরবার আট থেকে আশি। আজও দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের (Extreme Heat Wave) লাল সতর্কতা (Red Alert) জারি আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের ৬টি জেলায় জারি লাল সতর্কতা। কতদিন পর্যন্ত চলবে এই আগুনে পরিস্থিতি? বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

রবিবার তীব্র তাপপ্রবাহের (Severe Heat Wave) পরিস্থিতি থাকবে জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অসহ্য গরমে সীমাহীন অস্বস্তি তৈরি হবে। আজ অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। কলকাতার পাশাপাশি তীব্র দাবদাহের সতর্কতা জারি হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।

কতদিন পর্যন্ত তাপপ্রবাহের দাপট চলবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ভয়ানক তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। ওই দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।

আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্য বাম্পার সুখবর! দিঘায় এবার ফাটাফাটি মজা! আর ক’দিনেই চালু দুর্দান্ত পরিষেবা

শনিবার বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছিল ৪৪.৫ ডিগ্রিতে, পানাগড়ের তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি, ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে এখনই কোনও বার্তা দেয়নি আবহাওয়া দফতর। অতএব জ্বালাপোড়া এই গরমের হাত থেকে আপাতত নিস্তার নেই।

আরও পড়ুন- Doctors Advice: অসহনীয় গরম, প্রেশারের রোগীরা আজই সাবধান হোন! বাচ্চাদের সুস্থ রাখতেও দুরন্ত টিপস চিকিৎসকের

অতি তীব্র তাপপ্রবাহ কী?

স্বাভাবিকের চেয়ে কোনও এলাকার তাপমাত্রা হঠাৎ করে সাড়ে ৬ ডিগ্রি বেড়ে গেলে সেখানে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থতি তৈরি হয়েছে বলে ধরা হয়।

আরও পড়ুন- Digha Summer Special Train: আরও সহজে দিঘা! স্পেশাল ট্রেনের ছড়াছড়ি, কবে-কখন-কোথা থেকে ছাড়ছে ট্রেন?

তীব্র তাপপ্রবাহ কী?

স্বাভাবিকের থেকে কোনও অঞ্চলের তাপমাত্রা হঠাৎ ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে গেলে সেখানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধরা হয়।

West Bengal Weather Report Weather Forecast Heat Wave Kolkata Weather
Advertisment