West Bengal Weather Forecast Today: আজ তৃতীয়া। দেবীর বোধনের আর তিন দিন বাকি। উৎসবের মরসুমে যখন ফুটছে বাঙালি, সেই সময় গত কয়েকদিনের বৃষ্টির চোখরাঙানিতে কিছুটা হলেও বাধা পড়েছিল আনন্দে। তবে পুজোয় এখনই ভারী বৃষ্টিপাতের কিছু পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস। যদিও গত কয়েকদিনের বৃষ্টিতে দুশিন্তায় ঘুম উড়েছিল পুজোর কর্মকর্তাদের। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর হাওয়া অফিস সূত্রে। তবে রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- আজ কলকাতায় অমিত শাহ
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে প্রায় ০.৭ মিলিমিটার। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ায় শহরে গরম খানিক কমতে পারে এমন আশ্বাস শোনা গেল আবহাওয়া দফতর সূত্রে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ও অস্বস্তির মাত্রা বেশি থাকবে।
আরও পড়ুন- পুজোয় সুখবর, ৭ বছর পর ৩০ টন পদ্মার ইলিশ বাংলায়
উল্লেখ্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে বাতাসে। রোদ উঠলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।