scorecardresearch

West Bengal Weather Today: পুজো কার্নিভালেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দফতর

West Bengal Weather Forecast, 11 October 2019: আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল। বহু মানুষ অপেক্ষা করে আছে এই কার্নিভালের।

পুজো কার্নিভালেও বৃষ্টির পূর্বাভাস। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস
পুজো কার্নিভালেও বৃষ্টির পূর্বাভাস। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

West Bengal Weather Forecast Today: ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যে। যদিও রবিবারের পর থেকে কমতে পারে বৃষ্টি এমনটাই খবর আলিপুর আবহাওয়া দফতরের। পুজোর চারটে দিন দফায় দফায় বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে কিছুটা কমেছে সেই বৃষ্টি। এদিকে আজ কলকাতার রেড রোডে পুজো কার্নিভাল। বহু মানুষ অপেক্ষা করে আছে এই কার্নিভালের। তবে হাওয়া অফিসের খবর আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- Durga Puja Carnival Live: পুজো শেষে আজ ফের ঠাকুর দেখা, কার্নিভাল ঘিরে সেজে উঠছে রেড রোড

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

আরও পড়ুন- বাংলাজুড়ে পথে নামছে ‘গান্ধী সংকল্প’বদ্ধ বিজেপি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আর কিছুদিনের মধ্যেই বিদায় নিতে চলেছে বর্ষা। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্মচাপ সৃষ্টি না হলে বৃষ্টি হওয়ার আর কোনও সম্ভাবনা নেই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather forecast today 11 october 2019 puja carnival weather