Advertisment

West Bengal Weather Today: কমছে দিনের সর্বনিম্ম তাপমাত্রা, শীতের প্রহর গুনছে কলকাতা

West Bengal Weather Forecast, 16 November 2019: গ্রীষ্মের প্রখর রোদের তেজ না থাকায় 'মিঠে' আলোয় সাময়িক স্বস্তিতে মহানগর। এমনিতেই হাসফাঁস গরম থেকে মুক্তি পেতে এমন আবহাওয়াই খুঁজছিল শহরবাসী।

author-image
IE Bangla Web Desk
New Update
weather, sunny weather kolkata,

পরিষ্কার সকাল, সঙ্গে শীতের হালকা আমেজ।

West Bengal Weather Forecast Today: গাছেদের পাতা খসানোর সময় অফিসিয়ালি শুরু হয়নি ঠিকই, কিন্তু শীত যে আসব, আসব করছে তা বেশ স্পষ্ট। সকালের দিকে ঠান্ডার আমেজ নিয়েই এখন দিন শুরু শহর ও শহরতলির। তবে বেলা বাড়তেই সেই হিমেল আয়েস নিমেষে উধাও। যদিও আজ প্রধানত পরিষ্কার থাকবে আকাশ। সকাল থেকে তাই আর্দ্রতার পাশাপাশি রোদের তেজের দাপটও বহাল রয়েছে। তবে গ্রীষ্মের প্রখর রোদের তেজ না থাকায় 'মিঠে' আলোয় সাময়িক স্বস্তিতে মহানগর। এমনিতেই হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে এমন আবহাওয়াই খুঁজছিল শহরবাসী। যাকে যায়না পাওয়া সেই হালকা ঠাণ্ডা হাওয়া এবারে মন ছুঁয়েছে শহরের।

Advertisment

আরও পড়ুন- ভারতবাসী বিয়ে করছে, ট্রেনও ভর্তি, তার মানে ঠিকই আছে দেশের অর্থনীতি, দাবি কেন্দ্রীয়মন্ত্রীর

তবে শীতের আগমন প্রসঙ্গে এখনও খোলসা করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। বুলবুল পরবর্তী বৃষ্টির দাপটের তাপমাত্রা কমলেও, আজ ফের বাড়ল দিনের তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দেশের উত্তরে বরফ পড়তে শুরু করলেও, রাজ্যে শীতের থাবা বসাতে আরও বেশ কিছুদিন দেরি হবে। ততদিন অবশ্য ঠান্ডা-গরমের এই মিশেল নিয়েই রাতদিন কাটবে শহর ও শহরতলীতে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন- বাড়ল খাবারের দাম, রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থাকবে আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩১. ৬ ডিগ্রি সেলসিয়াস, শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ, শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৯ শতাংশ।

weather Weather Report
Advertisment