West Bengal Weather Forecast Today: ঝলমলে রোদ আর আর্দ্রতার বাড়বাড়ন্তে সকাল থেকেই নাজেহাল অবস্থা কলকাতার। সপ্তাহান্তে বৃষ্টি হলেও শহরে ফের স্বমহিমায় গরম। তবে মাসের প্রথমদিনে কলকাতার জন্য 'ছিটেফোঁটা' বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকলেও ভারী বর্ষণের আপাতত কোনও সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- মেট্রোর কাজের জন্য বৌবাজারে ভেঙে পড়ছে বাড়ি, ফাঁকা করা হলো এলাকা
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকলেও দু'এক পশলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সারাদিনে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেয় আলিপুর হাওয়া অফিস। গত সপ্তাহের নিম্মচাপের জেরে বৃষ্টির হলেও, মাসের শুরুতে এমন কোনও আশা দেখাতে পারেনি হাওয়া অফিস। উল্লেখ্য, কাল রাত থেকে আজ ভোর অবধি দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়।
আরও পড়ুন- নিজের গড়েই রক্তাক্ত অর্জুন সিং, প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ব্যারাকপুরে
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন সকালে শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২৩.১ মিমি।