West Bengal Weather Forecast Today: আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারের পাশাপাশি শনি ও রবিবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে আচমকাই ঝমঝমিয়ে বৃষ্টি নামে শহর কলকাতায়। যে বৃষ্টি চলে রাত পর্যন্ত। কলকাতার পাশাপাশি হাওড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। গতকাল বিকেলে বৃষ্টির জেরে ফের খানিকটা স্বস্তি পেয়েছেন শহরবাসী। এদিন সাতসকালেও দু-এক পশলা বৃষ্টি হয় শহরে।
আরও পড়ুন: কচুয়ার লোকনাথধাম মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৪, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্র, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজও শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী সপ্তাহের শুরুতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ‘বিদেশি এজেন্টের দ্বারা প্রাণঘাতী হামলার আশঙ্কা’, বাড়ল দিলীপ ঘোষের নিরাপত্তার বহর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ প্রধানত কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০৩৯.৭ মিমি।