West Bengal Weather Forecast Today: সোমবার ভোর থেকেই কাটল ভ্যাপসা গরম। সপ্তাহের শুরুতেই বৃষ্টির রেশ। ইয়াসের জেরে কয়েকদিনের বৃষ্টির পর উষ্ণতার পারদ বেড়েছে বহুগুণে। তবে এরই মধ্যে সপ্তাহের শুরুতে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর ২৪ পরগণায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সোমবার সকাল থেকে বৃষ্টি জারি থাকবে বলেই জানান হয়েছে।
আরও পড়ুন, ‘নির্দেশ দেখে অবাক হচ্ছি, ছাড়ছি না আলাপনকে’, মোদীকে চিঠি মমতার
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে আজ থেকে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায় শক্তি হারিয়ে নিম্মচাপে পরিণত হয়েছে ইয়াস যা রয়েছে বিহার-উত্তরপ্রদেশ সংযোগস্থলে।
সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ।
আরও পড়ুন, অনুকূলে Weather! সোমবারেই কেরলে বর্ষার প্রবেশ, পূর্বাভাস হাওয়া অফিসের
এদিকে, কেরলে সোমবার ঢুকছে মৌসুমী বায়ু। যার ফলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দেশে। বঙ্গোপসাগরেও এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই মনে করা হচ্ছে বাংলাতেও সময় মতোই প্রবেশ করবে বর্ষা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন