scorecardresearch

বড় খবর

West Bengal Weather Today: শহরে নিম্মমুখী তাপমাত্রার পারদ, শীতের আমেজ রাজ্যে

West Bengal Weather Forecast, 6 December 2019 : ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিম্মমুখী হয়েছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহরতলি।

west bengal weather report , পশ্চিমবঙ্গের আবহাওয়া, west bengal weather report, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, বর্ষা, বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল
উত্তুরে হাওয়া এবারে মন ছুঁয়েছে শহরের। ফাইল ছবি।
ডিসেম্বর মাসের শুরুতেই শীতের থাবা শহর ও শহরতলীতে। রাত থেকে ভোর ঠাণ্ডার দাপটে স্পষ্ট শীত আগমন। গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার থেকেই ফের নামল তাপমাত্রার পারদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নিম্মমুখী হয়েছে তাপমাত্রার পারদ। আজও কলকাতার তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির নীচেই। এমনিতেই সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে শহরতলি।

আরও পড়ুন: বিরাট বাস ধর্মঘটের ডাক সোমবার থেকে, শামিল ২০টিরও বেশি রুট

তবে দীর্ঘ প্রতীক্ষার পর শীতের আমেজ উপভোগ করতে পেরে খুশি রাজ্যবাসীও। বৃহস্পতিবার থেকেই উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে। তবে শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য জেলার চিত্রও প্রায় এক। তবে জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুটা সময় লাগবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। জেলার তাপমাত্রা কমবে আরও ২-৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কোথাও কোথাও কুয়াশার প্রাবল্য থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এ রাজ্যে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। এই বাধা সরে গেলেই পারদ আরও নামবে। চলতি সপ্তাহে আরও কিছুটা বাড়তে পারে ঠান্ডা এমন ইঙ্গিতও মিলেছে হাওয়া অফিসের তরফে।

আরও পড়ুন: ১০০ টাকার পেঁয়াজই এখন ‘সস্তা’! শিয়রে আরও বড় খাঁড়া

এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, নূন্যতম ৫০ ডিগ্রি সেলসিয়াস।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: West bengal weather forecast today 6 december 2019 winter west bengal