West Bengal Weather Today: বৃষ্টি যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না পুজোর। আগামী এক দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। এদিন মহাষ্টমীর অঞ্জলির মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বৃষ্টির স্থায়ীত্ব বেশিক্ষণের নয়। পুজোর আনন্দে জল ঢালতে ষষ্ঠী থেকেই কলকাতায় মাঝে মধ্যেই ছিল বৃষ্টির চোখ রাঙানি। এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন- আজ মহাষ্টমী, পুজোর আনন্দে জমজমাট বাংলা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমীর পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়। ঘূর্ণাবর্তের জেরে দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অষ্টমীর সকালে খটখটে রোদের দেখা মিললেও, কিছুক্ষণ বাদেই কালো মেঘে মুখ ঢাকে শহরের আকাশ। বৃষ্টির জেরে ঠাকুরদেখায় খানিকটা ছন্দপতন ঘটেছে ঠিকই, তবে অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেবীদর্শনে মেতেছেন। উল্লেখ্য, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিন কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। তাই বৃষ্টি দুর্ভোগ না থাকায় নির্বিঘ্নে দুর্গা দর্শন করতে পেরেছিল শহরবাসী।
আরও পড়ুন- অষ্টমীতে কেন করা হয় কুমারী পুজো? একনজরে সময়-তিথি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে আজ দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ।