cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার

cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা ২৭ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে ২৭–২৮ অক্টোবর বাড়বে।

cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা ২৭ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৬ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে ২৭–২৮ অক্টোবর বাড়বে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bay of Bengal low pressure, South Bengal rain, Alipore Meteorological Department, cyclone alert, weather forecast Kolkata, fishermen warning, Chhath Puja rain, Bay of Bengal depression, East Midnapore rain, South 24 Parganas weather, West Bengal cyclone news,বঙ্গোপসাগর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টি, আলিপুর আবহাওয়া দফতর, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, মৎস্যজীবী সতর্কতা, কলকাতা আবহাওয়া, ছটপুজো বৃষ্টি, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়, পূর্ব মেদিনীপুর বৃষ্টি, দক্ষিণ ২৪ পরগনা আবহাওয়া

Bengal Weather Forecast:বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। Photograph: (oo)

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

Advertisment

শনিবার (২৬ অক্টোবর) দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান ও পুরুলিয়ার আকাশে হালকা মেঘ দেখা গেলেও আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

২৬ অক্টোবর থেকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি শুরু হতে পারে। পরের দিন অর্থাৎ ২৭ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা।

Advertisment

আরও পড়ুন- Suvendu Adhikari: বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর! কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গে শনিবার আকাশ থাকবে মোটামুটি পরিষ্কার। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা:

আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ অক্টোবরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণাবর্তে, ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তখন এটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে অবস্থান করবে।

আরও পড়ুন-Adhir Chowdhury:এসএসকেএম কাণ্ডে রাজনীতি তপ্ত! অধীরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর লজ্জা আছে?”

সমুদ্র থাকবে উত্তাল:

২৭ অক্টোবর থেকে সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই মৎস্যজীবীদের ২৭ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর থেকে সমুদ্র আরও উত্তাল হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

cyclone Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast