/indian-express-bangla/media/media_files/2025/10/24/adhir-2025-10-24-15-16-01.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এবার SSKM হাসপাতালে নাবালিকা রোগীর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে সোচ্চার হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। "বাংলার কোথাও নিরাপত্তা নেই", এমন মন্তব্যে ফের একবার অধীর চৌধুরীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর যৌন নির্যাতন ইস্যুতে রাজ্যের প্রশাসনকে বিঁধে অধীর চৌধুরী বলেন, "SSKM হাসপাতালের ঘটনায় মুখ্যমন্ত্রী কতটা উদ্বিগ্ন আমি জানি না, কিন্তু বাংলার মানুষ উদ্বিগ্ন। বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন। গৃহে নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই, হাসপাতালেও নিরাপত্তা নেই। রোগী, চিকিৎসক কারও নিরাপত্তা নেই। বাংলার মুখ্যমন্ত্রী কোনও কিছুরই পরোয়া করেন না। যদি করতেন অন্তত বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতেন।"
আরও পড়ুন- Suvendu Adhikari: বিরাট ধাক্কা শুভেন্দু অধিকারীর! কী জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় বাংলার হাসপাতালে চিকিৎসক, নার্স নিগ্রহ, রোগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তার তালিকা নিশ্চই আছে। সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন। আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ। স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে SSKM-এর মতো হাসপাতাল যেটা একসময় সারা এশিয়ার মানুষের চিকিৎসায় সেবা দিত, সেই হাসপাতালে আজ রোগীদের উপর নির্যাতন হয়, এটা সকলের কাছে লজ্জার। জানি না মুখ্যমন্ত্রীর লজ্জা আছে কিনা!"
আরও পড়ুন-West Bengal News Live Updates: পার্ক স্ট্রিটের হোটেলে রহস্যমৃত্যু! বক্স খাট থেকে উদ্ধার যুবকের দেহ
উল্লেখ্য, আগেই এসএসকেএম হাসপাতালের ওয়ার্ডের শৌচালয়ের মধ্যে এক নাবালিকা রোগীর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এন আর এস হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে তাকে যৌন-নিগ্রহের অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের হলে তৎক্ষণাৎ পদক্ষেপ করে পুলিশ। শেষমেষ কলকাতার ধাপা এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যুবককে। ধৃত যুবক এর আগে এসএসকেএম হাসপাতালেও কর্মরত ছিলেন বলে জানা যায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন-EXCLUSIVE:ঝোলায় খবর, হাতে বল্লম! অযোধ্যা পাহাড়জুড়ে বাংলার শেষ রানারের অদম্য জীবনসংগ্রাম
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us