Ajker Kolkata Weather Today:বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির শুরুটা হয়ে যাবে আজ অর্থাৎ শনিবার বিকেল থেকেই। জেলায়-জেলায় ভ্যাপসা গরম থেকে মিলতে শুরু করবে মুক্তি। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি শুরু হবে।
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় চরম গরম ও সঙ্গে রীতিমতো অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি উত্তরের মালদা জেলাতেও। তবে আবহাওয়ায় বদলেও বেশি সময় লাগবে না। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলবে শীঘ্রই। পাল্টে যাবে আবহাওয়া।
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে শনিবার সন্ধ্যেয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদের কোনও কোনও অংশেও। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি দফায় দফায় চলবে।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'আমি হিন্দু হৃদয়ে স্থান নিয়ে নিয়েছি', মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকায় গিয়ে বললেন শুভেন্দু
উত্তরবঙ্গের ক্ষেত্রেও রবিবার অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য জেলা দার্জিলিঙের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোটের ওপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। অসহনীয় গরমে শরীর জ্বালাপোড়া হওয়ার জোগাড় হচ্ছে। তবে ফের একবার ঝড় বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে মিলবে পরিত্রাণ। শনিবার বিকেল বা সন্ধ্যের পর থেকেই বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরুর ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- West Bengal News Live:ফের কলকাতা শহরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা