IMD Weather Update Today November 1: কালীপুজো (Kali Puja 2024) পেরিয়ে গেলেও এখনও শীতের ছ্যাঁকা নেই। বরং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়ে গিয়েছে। আজ শুক্রবারেও রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মোটের উপর আগামী দিন কয়েক কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। কালীপুজোর পরের দিন অর্থাৎ আজ সন্ধেয় যাঁরা ঠাকুর দেখতে বেরনোর প্ল্যান করেছেন, তাঁদেরও বড়সড় অস্বস্তির মুখে পড়তে হবে না।
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এমনিতে উত্তরবঙ্গের জেলায়-জেলায় মনোরম আবহাওয়া। দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছেন কাতারে কাতারে পর্যটক। উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে উপচে পড়া ভিড়। পাহাড়নগরী দার্জিলিংয়ে ফি বারের চেনা ছবি। তবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙের (Darjeeling) কোনও কোনও অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Holidays in November: নভেম্বরে শুধুই ছুটি! মাসের অর্ধেক দিনই অফিসে যেতে হবে না রাজ্য সরকারি কর্মীদের
আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে
আরও পড়ুন- Kultali Incident: ফের সেই কুলতলি! এবার মূক ও বধির মহিলার সঙ্গে যা ঘটে গেল....!
আগামী রবিবার ভাইফোঁটা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওই দিনও রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই বছর এখনও পর্যন্ত শীতের অনুভূতি কবে থেকে মিলতে পারে সে ব্যাপারে আগাম কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ায় বদল আসতে পারে।