Advertisment

Holidays in November: নভেম্বরে শুধুই ছুটি! মাসের অর্ধেক দিনই অফিসে যেতে হবে না রাজ্য সরকারি কর্মীদের

Holidays in November: অক্টোবর মানেই পুজোর মাস। অক্টোবরে এমনিতেই বেশ কয়েকটি টানা ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। এবার নভেম্বর মাসেও দেদার ছুটি উপভোগের সুযোগ রাজ্য সরকারি কর্মীদের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Holidays in November for West Bengal Govt Employees,Holidays in November, West bengal, November 2024 Holiday list,নভেম্বরে ছুটির তালিকা, পশ্চিমবঙ্গ সরকার, Holidays in November, holidays, Festivals, jagadhatri puja, Bhai Fota, Chhat Puja, Weekend

Holidays in November: নভেম্বর মাসে একগুচ্ছ ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের।

Holidays in November: নভেম্বর মাস জুড়ে ছুটি আর ছুটি। মাসের অর্ধেক দিনই রাজ্য সরকারি কর্মচারীদের অফিস-কাছারির মুখই দেখতে হবে না। কথাতেই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। গোটা অক্টোবর মাস জুড়ে একের পর এক ছুটি কাটিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কাল থেকেই শুরু হচ্ছে নতুন মাস। এবার নভেম্বরে অর্ধেক দিন অফিস-কাছারির বালাই নেই রাজ্য সরকারি কর্মচারীদের।

Advertisment

আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার কালীপুজো (Kali Puja 2024)। ৩১ অক্টোবর কালীপুজোর ঠিক পরের দিন ১ নভেম্বর ছুটি দিয়ে রেখেছে রাজ্য সরকার। তারপর শনি ও রবিবার এমনিই ছুটি থাকে। এবার আবার আগামী রবিবার ৩ নভেম্বর ভাইফোঁটা পড়েছে। তবে ভাইফোঁটার ছুটি কিন্তু সরকারি কর্মীদের 'মার' যাচ্ছে না। রাজ্য সরকার আগামী সোমবার ভাইফোঁটার পরের দিনও ছুটি দিয়ে রেখেছে। সেই হিসেব ধরলে আজ অর্থাৎ ৩১ অক্টোবর থেকে টানা ৪ নভেম্বর আগামী সোমবার পর্যন্ত পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মচারীরা।

এরপর মেরে-কেটে দিন দুয়েকের অফিস করে নিতে পারলেই আগামী ৭ নভেম্বর ছট পুজোর (Chhath) ছুটি। ছট পুজোর পরের দিন অর্থাৎ শুক্রবারও ছুটি দিয়ে রেখেছে রাজ্য সরকার। তারপরে রয়েছে শনি ও রবিবার। অর্থাৎ সেই হিসেবে ধরলে ৭ থেকে টানা ১০ নভেম্বর চারদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন- Kali Puja 2024: কালীপুজোয় কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ জমজমাট! দুপুর-রাতে মায়ের ভোগে কী কী পদ?

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নতুন রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

আগামী ১৫ নভেম্বর রয়েছে গুরু নানকের জন্মদিন। সেটাও পড়েছে শুক্রবার। ঠিক তারপরে অর্থাৎ শনি ও রবিবার ছুটির দিন। অর্থাৎ এক্ষেত্রেও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। তার দিন কয়েক পরেই ২৩ ও ২৪ তারিখ পড়েছে শনি ও রবিবার। নভেম্বর মাসের শেষ তারিখও পড়েছে শনিবার। অর্থাৎ সব মিলিয়ে নভেম্বর মাসের প্রায় অর্ধেক দিনই অফিসে যেতে হচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীদের।

আরও পড়ুন- Indian Railway: দূরপাল্লার ট্রেনে ভ্রমণে যুগান্তকারী বদল কাল থেকেই! অভূতপূর্ব উদ্যোগ ফের জানুন বিশদে

West Bengal CM Mamata banerjee holidays in india 2024 Holidays in November
Advertisment