Advertisment

IMD Weather Forecast Update: রাজ্যে এবার জাঁকিয়ে শীত? কবে থেকে পারদ পতন কলকাতায়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

IMD Weather Forecast Update: মেরেকেটে দুটো মাস। শীতের আশায় রয়েছেন বঙ্গবাসী। কবে থেকে শীতের মজা চেটেপুটে উপভোগ করা যাবে? কী আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর?

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata weather update: আজ কেমন থাকবে আবহাওয়া

রাজ্যে এবার জাঁকিয়ে শীত? কবে থেকে পারদ পতন কলকাতায়? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Bengal Weather Today: মেরেকেটে দুটো মাস। শীতের আশায় রয়েছেন বঙ্গবাসী। কবে থেকে শীতের মজা চেটেপুটে উপভোগ করা যাবে? কী আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর? 

Advertisment

নভেম্বরের ১০ টা দিন অতিক্রান্ত। শীতের দেখা নেই। বেলায় যেভাবে রাস্তায় বেরলে ঘাম, সঙ্গে গরম তাতে শীত নিয়ে ঘোর  দুঃশ্চিন্তায় রয়েছেন আপামোর বাঙালি। কবে বাংলায় আসবে শীতের আমেজ? এটাই যেন লাখ টাকার প্রশ্ন। 

আরও পড়ুন- সন্তানের বিবেককে জাগিয়ে তোলার আকুতি মায়ের, অভিনব থিম নজর কাড়বেই

অবশেষে হাওয়া বদলের খবর। কবে রাজ্যে প্রবেশ করছে শীত? বিরাট আপডেট দিল হাওয়া অফিস। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। তবে মোটের উপর আগামী দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে নামার সম্ভাবনা প্রায় নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি একই থাকবে। ভোর ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে কয়েকটি জেলায়। তবে ১৫ নভেম্বরের পর থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বাংলায়। সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরের হাওয়া জোরাল হলে কমবে আর্দ্রতার অস্বস্তিও। জাঁকিয়ে পড়বে শীত। 

আরও পড়ুন- হাওড়া-শিয়ালদহ মেট্রো চালু কবে? বউবাজারে টানেলের কাজ কতদূর? জানুন লেটেস্ট আপডেট

তিলোত্তমা মহানগরীতে রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে, আগামী সপ্তাহে  কলকাতার আবহাওয়াতেও তেমন বড় কোনও বদল আসবে না। মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন- 'ওরা আমায় বাঁচতে দেবে না', মেয়ের আর্তিতে বুক কেঁপে উঠল মায়ের, মর্মান্তিক পরিণতিতে গায়ে কাঁটা দেবে

উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে মনোরম আবহাওয়া রয়েছে। ফাটাফাটি পরিবেশে দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে।

weather Kolkata Weather Bengal Weather Alipore Weather Office
Advertisment