Mamata Banerjee: মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট BJP-র কাছে কুপোকাত হতেই ফের নেতৃত্ব নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে এসে গিয়েছে বাংলাদেশ ইস্যু। আরজেডি নেতা লালু প্রসাদ যাদব সহ কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেতৃত্বে দেখতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেভাবে উৎসাহ প্রকাশ করেননি। তবে তৃণমূল নেতৃত্ব তাঁদের ভূমিকায় বুঝিয়ে দিচ্ছে ইন্ডিয়া জোটের বড় শরিক কংগ্রেস নিয়ে তাঁদের আগ্রহ নেই। দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে এড়িয়ে গিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্বের প্রশ্নের জবাব।
এর আগে অখিলেশ যাদব, শরদ যাদব, ওয়াই এসআর কংগ্রেস। তারপর লালুপ্রসাদ যাদব (Laluprasad Yadav)। সকলেই মমতাকে দেখতে চাইছেন বিরোধী নেতৃত্বের সর্বাগ্রে। এদিন দিঘায় (Digha) সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "সব নেতারা আমায় যে শ্রদ্ধা দেখিয়েছেন আমি তার জন্য আপ্লুত। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইন্ডিয়া ভালো থাকুক। এটাই চাই।" ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বিজেপির বক্তব্য, "ইন্ডি জোটের পিন্ডি আগেই চটকে গিয়েছে। ওই জোটের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন চলছে।"
হিন্দি বলয়ে এখনও বিজেপি বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস বরাবরই দাবি করে আসছে, বিজেপিকে কংগ্রেস আটকাতে পারে না। তৃণমূল কংগ্রেসই পারে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। তিনবার টানা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিনের সাংসদ, বহুবার কেন্দ্রীয় মন্ত্রী, দিল্লির রাজনীতির গুলে খেয়েছেন তৃণমূলনেত্রী। রাজনৈতিক মহলের মতে, সময় পেলেই ইন্ডিয়া জোটে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ে না তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন- West Bengal News Live: চিন্ময় কৃষ্ণ দাসের আগাম জামিনের আবেদন খারিজ, বিচারের নামে প্রহসন বাংলাদেশে
লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট গঠন করেছে বিজেপি বিরোধী জোট। সর্বভারতীয়স্তরে বিজেপির পর একমাত্র কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে ইন্ডিয়া জোটের বেশিরভাগ দলেরই ভিত্তি আঞ্চলিকতাবাদ। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে রাহুলই ছিল ইন্ডিয়া জোটের মূল মুখ। কিন্তু রাজ্যস্তরে নির্বাচন হলে আপের মতো অনেক দলই কংগ্রেস ছাড়াই নির্বাচনী লড়াইতে নামতে চাইবে। আঞ্চলিক দলগুলি মমতাকে সামনে রেখে রাহুল তথা কংগ্রেসকে চাপে রাখতে মরিয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।