West Bengal Weather: খেলা ঘুরবে খুব শিগগির! তীব্র শীতে কাঁপবে বাংলা, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

West Bengal Weather Update 28 December 2024: ভরা পৌষেও জাঁকিয়ে শীত অধরা। বর্ষবরণের আবহে জমাটি ঠান্ডা কার্যত উধাও। ফের শীতের গ্রেট কামব্যাক কবে?

West Bengal Weather Update 28 December 2024: ভরা পৌষেও জাঁকিয়ে শীত অধরা। বর্ষবরণের আবহে জমাটি ঠান্ডা কার্যত উধাও। ফের শীতের গ্রেট কামব্যাক কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
weather forecast weather update, winter, আবহাওয়ার পূর্বাভাস, শীত

Weather Update: ডিসেম্বর মাস শেষ হতে চললেও জাঁকিয়ে শীত এখনও অধরা।

West Bengal Weather Update 28 December 2024: সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও ভরা পৌষেও হাড়কাঁপানো ঠান্ডার লেশ মাত্র নেই। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ডিসেম্বর মাস শেষ হতে চললেও জাঁকিয়ে শীত অধরা। তবে খেলা ঘুরবে খুব শিগগির! জমাটি ঠান্ডায় কাঁপবে বাংলা! এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

একের পর এক ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হচ্ছিল উত্তুরে হওয়ার গতি। তবে এবার খেলা ঘুরছে। নতুন বছর পড়লেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নেমে যেতে পারে। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রা আগামী ৩১ ডিসেম্বর নাগাদ ১৪ ডিগ্রির আশেপাশে নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একাধিক জেলার তাপমাত্রাও ১০ ডিগ্রি কিংবা তারও নিচে নেমে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

কলকাতার ওয়েদার আপডেট 

Advertisment

শহর কলকাতাতেও ঠান্ডার আমেজ রয়েছে। তবে বর্ষ শেষের গত কয়েকদিন জাকিয়ে ঠান্ডা নেই তিলোত্তমা মহানগরীতেও। নতুন বছর শুরুর পরেই পরিস্থিতির বদল হবে। ৩১ ডিসেম্বর কলকাতার তাপমাত্রাও ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে করছে আবহাওয়া দপ্তর। এককথায় বর্ষশেষের রাতে মহানগরীতেও জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কিংবা কাল দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- West Bengal News Live:এবার প্রাথমিকেও সেমেস্টার, বিরাট বদল প্রথম থেকে পঞ্চমের সিলেবাসেও

আরও পড়ুন- local train cancelled: একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, বর্ষশেষে তুমুল ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

উত্তরবঙ্গের ওয়েদার আপডেট 

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিঙে ফের তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরই পাশাপাশি দার্জিলিং, কালিম্পঙের সঙ্গে জলপাইগুড়িতে হালকা বৃষ্টিও হতে পারে। নতুন বছরের শুরুতে তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather Extreme Cold Weather Africa’s wealthiest”