Advertisment

West Bengal News Highlights : বছর শেষে বাম্পার সুখবর! এক ধাক্কায় কলকাতায় সোনার দাম বেশ খানিকটা কমল

West Bengal News Updates Today 28 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Gold Rate Today: আজ কলকাতায় সোনা-রুপোর দর কত জেনে নিন

News in Bengal News Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: মমতার পরের দিনই সন্দেশখালিতে (Sandeshkhali) শুভেন্দু। আগামী ৩০ ডিসেম্বর সরকারি কর্মসূচিতে সন্দেশখালি যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বলেছেন, "মুখ্যমন্ত্রী যাচ্ছেন যান। আমি তার পরের দিনেই জনসংযোগ কর্মসূচি করব। কঠিন সময়েও সন্দেশখালির পাশে ছিলাম। এখনও সেই বার্তাই দিয়ে আসব।"

Advertisment

এদিকে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) টাকা ফ্ল্যাট কেনার অগ্রিম দেওয়ার কাজে লাগিয়েছিলেন বলে দাবি করেছে ED, এমনই খবর সূত্রের। গতকাল কোর্টে সরাসরি ইডির সেই দাবি নাকচ করেছেন পার্থর আইনজীবী। পাল্টা তিনি তাঁপ সওয়ালে বলেন, "পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে জড়িত নন। তাঁর নামে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিভিন্ন সম্পত্তিও নেই।"

অন্যদিকে, আর ফিরহাদ হাকিমের হাতে নেই HIDCO। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা প্রশাসনিক সংস্কার এবং কর্মদপ্তরের অধীনে আনা হল ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকোকে। এতদিন হিডকো রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে ছিল, সেই দপ্তরের মন্ত্রী ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সাম্প্রতিক সময়ে ফিরহাদের বেশ কিছু মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে। তারই জেরে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত? রাজনৈতিক মহলে চর্চা বাড়ছে।

  • Dec 28, 2024 15:50 IST
    West Bengal News Live: 'হেলথ স্কিম' নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নের

    রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম চালু রয়েছে। তবে এই হেলথ স্কিমের (Health Scheme) আওতায় এবার আরও বেশি হাসপাতালকে যুক্ত করল নবান্ন (Nabanna)। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত সরকারি কর্মচারীরা এ ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল বারবার। অবশেষে চূড়ান্ত পদক্ষেপ নবান্নের। রাজ্যের হেলথ স্কিমে আরও ১৩ টি বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হল। 

    বিস্তারিত পড়ুন- Health Scheme: দুরন্ত তৎপরতা রাজ্যের! 'হেলথ স্কিম' নিয়ে বিরাট পদক্ষেপ নবান্নের



  • Dec 28, 2024 15:10 IST
    West Bengal News Live: সোনার দাম বেশ খানিকটা কমল

    বছর শেষে দারুণ সুখবর। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতায় বেশ খানিকটা কমে গেল সোনার দাম। শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কমে ৭২৩৫ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম কমে ৫৯৪০ টাকা। তবে এক্ষেত্রে দামের উপর আরও তিন শতাংশ জিএসটি যোগ করতে হবে।



  • Advertisment
  • Dec 28, 2024 14:43 IST
    West Bengal News Live:'মুকুটমণিপুরের কাছেই বাঘিনী জিনাত

    পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গল পেরিয়ে এবার মুকুটমনিপুরের কংসাবতী জলাধারের নিকটবর্তী জঙ্গলে ঘাপটি মেরে বসে রয়েছে ওড়িশার সিমলিপালের বাঘিনী জিনাত। রানিবাঁধ ব্লকের বনপুকুরিয়া ডিয়ার পার্কের একেবারে কাছের জঙ্গলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। পর্যটনের ভরা মরশুমে এই মুহূর্তে বিরাট ভিড় মুকুটমণিপুরে। এই পরিস্থিতিতে সেখানে বাঘের আতঙ্ক। রীতিমতো সতর্ক রয়েছে বনদপ্তর।



  • Dec 28, 2024 13:28 IST
    West Bengal News Live:'বাংলার বাড়ি' প্রকল্পে দুর্নীতি রুখতে উদ্যোগ

    আবাস দুর্নীতি নিয়ে লাগাতার উপর্যুপরি অভিযোগে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলকে। তাই এবার 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে শুরু থেকেই অত্যন্ত সাবধানী রাজ্য সরকার। 'বাংলার বাড়ি' প্রকল্পে দুর্নীতি রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। উপভোক্তাদের পাশে দাঁড়াতে এবার রাজ্যের উদ্যোগে চালু হয়েছে নয়া টোল ফ্রি নম্বর।

    বিস্তারিত পড়ুন- Banglar Bari: বাংলার বাড়ি: কেউ 'কাটমানি' চাইলেই করুন এই কাজটি...মোক্ষম উদ্যোগ রাজ্যের!



  • Dec 28, 2024 12:46 IST
    West Bengal News Live:স্কুলে-স্কুলে 'মনের কথা' ড্রপবক্স

    কন্যাশ্রীদের মনের কথা পড়তে অভূতপূর্ব উদ্যোগ রাজ্যের। মেয়েবেলা থেকে কিশোরী হয়ে ওঠার সন্ধিক্ষণে মনের মধ্যে দানা বাধে নানা মুহূর্ত, নানা জিজ্ঞাসা! চাইলেই সেসব কথা পরিবারের বড়দের বলতে মন সায় দেয় না অনেক কিশোরীর। এক্ষেত্রে অনেক সময় তৈরি হয় নানা আশঙ্কা, নানা উদ্বেগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার নিরশনে এবার এগিয়ে এসেছে রাজ্য সরকার। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরার ৮৫ টি স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য 'মনের কথা' ড্রপবক্স রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সব ড্রপবক্সে বয়সন্ধিক্ষণের মেয়েরা নিজেদের 'গোপন কথা' লিখে ফেলতে পারবে রোজ।

    বিস্তারিত পড়ুন- Mann ki Baat: মেয়েবেলার 'গোপন জিজ্ঞাসা' জানতে যুগান্তকারী উদ্যোগ! স্কুলে-স্কুলে 'মনের কথা' ড্রপবক্স



  • Dec 28, 2024 11:46 IST
    West Bengal News Live:হাওড়া শাখায় স্পেশাল ট্রেন

    হাওড়া এবং লিলুয়া স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ সম্প্রসারণের কাজ চলার জন্য এক ধাক্কায় ৩০ জোড়া লোকাল ট্রেন-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। এই ট্রেন বাতিলের জেরে ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বিশেষ করে অফিসযাত্রীরাদের নাজেহাল দশা তৈরি হয়েছে। ফি দিন কম সংক্যক ট্রেন চলার জেরে কার্যত বাদুরঝোলা হয়ে ট্রেনে যাতায়াত নিত্যযাত্রীদের। তবে এবার ভোগান্তি কমাতে নয়া উদ্যোগ রেলের। হাওড়া ডিভিশনে যাত্রীদের ভোগান্তি কমাতে চার জোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। হাওড়া-ব্যান্ডেল শাখায় সকাল ও সন্ধ্যের দিকে আপ এবং ডাউন লাইনে চালানো হবে এই স্পেশাল ট্রেন। চারজোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে আজ থেকেই। ২২ জানুয়ারি পর্যন্ত এই চারজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। 

    বিস্তারিত পড়ুন- Special Train: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 'বিরাট সুখবর', চলছে স্পেশাল ট্রেন, জানুন সময়সূচি



  • Dec 28, 2024 11:06 IST
    West Bengal News Live:'দেশি নেকড়ে'র হানা বুদবুদে

    পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে এখনও ঘাপটি মেরে রয়েছে বাঘিনী জিনাত। সে কার্যত ল্যাজে খেলাচ্ছে বনকর্মীদের। পুরুলিয়ায় রয়্যাল আতঙ্কের মাঝেই এবার বুনো 'দেশি নেকড়ে' অর্থাৎ 'হেরোল' হানায় তীব্র আতঙ্ক পূর্ব বর্ধমানের বুদবুদে। ইতিমধ্যেই একের পর মানুষকে কামড়ে জখম করেছে এই 'দেশি নেকড়ে'। বুদবুদের দেবশালার গোবিন্দপুর গ্রামের মানুষজন আতঙ্কে কার্যত ঘরবন্দি ছিলেন। সেই আতঙ্ক থেকে নিস্কৃতি পেতে হেরোলটির’ই প্রাণে মেরে ফেলে গ্রামবাসীরা। এদিকে পিটিয়ে হেরোল হত্যার ঘটনার খবর পেয়ে পূর্ব বর্ধমান রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেরোলটির মৃতদেহ উদ্ধার করে। 

    বিস্তারিত পড়ুন-পুরুলিয়ায় 'রয়্যাল' আতঙ্কের আবহে 'দেশি নেকড়ে'র হানা বুদবুদে, পিটিয়ে মারল গ্রামবাসীরা



  • Dec 28, 2024 10:39 IST
    West Bengal News Live: ফের বাংলাদেশকে কড়া বার্তা শুভেন্দুর

    আবারও বাংলাদেশকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, "আমেরিকায় ট্রাম্পের শপথের জন্য অপেক্ষা করছি। তিনি নেতৃত্ব দেবেন। জঙ্গিবাদের বিরুদ্ধে যারা লড়ে, সেই দেশগুলো নিশ্চিতভাবে সম্মিতিভাবে প্রয়াস নেবে। রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের বর্বর, হিংস্র মৌলবাদাদ, জঙ্গিবাদ দমন করা যাবে না। দমন কীভাবে করতে হয়... রাম জন্মভূমির আচার্য রামচভদ্রাচার্যজির বক্তব্যে আমার ২০০ শতাংশ সমর্থন আছে। ১৯৭১ সালে ১৫ মাস ধরে পাকিস্তনি রাজাকাররা অত্যাচার করেছে। এখনও একইভাবে ৪-৫ মাস সহ্য করছে। তবে শেষ পর্যন্ত জঙ্গিবাদ, মৌলবাদ নিকেষ হবে। বাংলদেশে ইজয়ারালের অ্যাকশন দরকার আছে।"



  • Dec 28, 2024 09:47 IST
    West Bengal News Live:সাংসদ হচ্ছেন সন্দেশখালির রেখা?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছু্ড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘোষণা অনুযায়ী সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জায়গাও ছাড়বে না BJP। শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সন্দেশখালি যাবেন তার পরের দিন তিনি নিজে জনসংযোগ করতে দ্বীপাঞ্চলে যাবেন। এরই পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক বলেছেন, "বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা।"  

    বিস্তারিত পড়ুন- Mamata-Suvendu: সাংসদ হচ্ছেন সন্দেশখালির রেখা? শুভেন্দুর মন্তব্য চর্চায়! মমতার পরের দিনই দ্বীপাঞ্চলে BJP নেতা



  • Dec 28, 2024 09:25 IST
    West Bengal News Live:আজই শেষকৃত্য মনমোহনের

    গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে আজ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। মনমোহন সিংয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সব সদস্যরা। এছাড়াও কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ সহ বাকি নেতারা থাকবেন।



  • Dec 28, 2024 09:22 IST
    West Bengal News Live:শুভেন্দুকে আইনি নোটিশ শওকতের

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। গত শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। শুভেন্দু তখন বলেছিলেন, "শওকাত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। শওকত নিজেও একটা জঙ্গি।" বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।



  • Dec 28, 2024 09:18 IST
    West Bengal News Live:মনমোহনের স্মৃতিসৌধের জায়গা দেবে কেন্দ্র

    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার জায়গার বন্দোবস্ত করবে। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।



  • Dec 28, 2024 09:16 IST
    West Bengal News Live:তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে

    সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও ভরা পৌষেও হাড়কাঁপানো ঠান্ডার লেশ মাত্র নেই। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ডিসেম্বর মাস শেষ হতে চললেও জাঁকিয়ে শীত অধরা। তবে খেলা ঘুরবে খুব শিগগির! জমাটি ঠান্ডায় কাঁপবে বাংলা!  নতুন বছর পড়লেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় বেশ খানিকটা পারদ নেমে যেতে পারে। বর্ষ শেষের রাতে শীতের আমেজ বেশ খানিকটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা শহরের তাপমাত্রা আগামী ৩১ ডিসেম্বর নাগাদ ১৪ ডিগ্রির আশেপাশে নেমে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একাধিক জেলার তাপমাত্রাও ১০ ডিগ্রি কিংবা তারও নিচে নেমে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: খেলা ঘুরবে খুব শিগগির! তীব্র শীতে কাঁপবে বাংলা, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে



  • Dec 28, 2024 08:44 IST
    West Bengal News Live:প্রাথমিকে সেমেস্টার

    এবার প্রাথমিক স্কুলের সেমেস্টার পদ্ধতি শুরু হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পদ্ধতিতে লেখাপড়া শুরু প্রাথমিকে। এবার থেকে বছরে দু'বার করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৫-এর শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতিতে প্রাথমিক পড়ুয়াদের মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে। পর্ষদ জানিয়েছে, ২০২৫-এর শিক্ষাবর্ষে পুরনো পাঠক্রমে পরীক্ষা নেওয়া হবে। ২০২৬-এর শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের পাঠক্রমে এই বদল আনা হবে। বছরে দু'বার পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা ৪০ নম্বরের। দ্বিতীয় পরীক্ষা ৬০ নম্বরের। প্রথম ৪০ নম্বরের সেমেস্টারে লিখিত পরীক্ষা হবে না। ৪০-এর মধ্যে ২০ নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি এবং ক্লাসের আচরণ সংক্রান্ত বিষয়ের উপর ভিত্তি করে। বাকি ২০ নম্বর বিভিন্ন প্রজেক্টের ভিত্তিতে দেওয়া হবে। দ্বিতীয় সেমেস্টারে লিখিত পরীক্ষা হবে।



news of west bengal news in west bengal Bangla News Bengali News Today
Advertisment