local train cancelled: একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, বর্ষশেষে তুমুল ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

Sealdah division-local train cancelled: ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। পূর্বরেলের তরফে বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে।

Sealdah division-local train cancelled: ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা। পূর্বরেলের তরফে বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের ঘোষণা হয়েছে।

Nilotpal Sil & Joyprakash Das
New Update
eastern rail, rail, eastern railway, kolkata, sealdah division,howrah division,পূর্বরেল, রেল, কলকাতা, হাওড়া ডিভিশন,শিয়ালদহ ডিভিশন

local train cancelled: প্রতীকী ছবি।

Sealdah division: বর্ষশেষে তুমুল ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা নিত্যযাত্রীদের। শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। শিয়ালদহ ডিভিশনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলার জেরে ৭ ঘণ্টা ট্র্যাফিক ব্লক নেওয়ার পরিকল্পনা করেছে রেল। তারই জেরে শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ ২৮ (শনিবার) ও ২৯ ডিসেম্বর (রবিবার) বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। এই ট্রেন বাতিলের প্রভাব পড়তে পারে বনগাঁ,হাবড়া,ডানকুনি শাখায়।

Advertisment

দমদম জংশন স্টেশনের ডাউন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই আগামী শনিবার রাত সাড়ে ১১টা থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হবে।

রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার ৩২২৪৯ শিয়ালদহ-ডানকুনি লোকাল বাতিল থাকবে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:চাকরির নামে হাজারের বেশি প্রার্থীর থেকে টাকা তুলেছে 'পার্থ অ্যান্ড কোং', দাবি সিবিআইয়ের

আরও পড়ুন- Malda News: হাড়হিম কাণ্ড মালদায়! আমবাগানে আধপোড়া দেহ কার? চাঞ্চল্য চরমে

২৯ ডিসেম্বর ট্রেন বাতিলের তালিকা:

৩৩৮ শিয়ালদহ-বনগাঁ আপ ৩৩৮১১,৩৩৮১৩ ও ডাউন ৩৩৮২০,৩৩৮২২। শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫২,৩৩৬৫৪। শিয়ালদহ-হাসনাবাদ আপ ৩৩৫১৩ ও ডাউন ৩৩৫১৪। শিয়ালদহ-ডানকুনি আপ ৩২২১১,৩২২১৩,৩২২১৫,৩২২১৯ এবং ডাউন ৩২২১২,৩২২১৪,৩২২১৬,৩২২১৮,৩২২২০। শিয়ালদহ-দত্তপুকুর আপ ৩৩৬১৩ এবং ডাউন ৩৩৬১২,৩৩৬১৬,৩৩৬১৮। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১,৩১৩১৩ এবং ডাউন ৩১৩১২,৩১৩১৬। 

আরও পড়ুন- West Bengal News: যোগীরাজ্যে অপারেশনের পর পেটেই গজ কাপড়, SSKM প্রাণ বাঁচাল বৃদ্ধের

শিয়ালদহ-শান্তিপুর আপ ৩১৫১১, ৩১৫১৩ এবং ডাউন ৩১৫১২,৩১৫১৬। শিয়ালদহ-গেদে আপ ৩১৯১১,৩১৯১২। শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ৩১৯১১,৩১৯১২। শিয়ালদহ-কৃষ্ণনগর আপ ৩১৮১১ ও ৩১৮১২। শিয়ালদহ-নৈহাটি আপ ৩১৪১১ ও ডাউন ৩১৪১৪। শিয়ালদহ-রানাঘাট আপ ৩১৬১১,৩১৬১৩,৩১৬১৫ ও ডাউন ৩১৬১২,৩১৬১৩,৩১৬১৫ ও ডাউন ৩১৬১২,৩১৬১৪,৩১৬১৬। বারাসত-দত্তপুকুর ৩৩৩৫৭।

Local Train Bangla News Bengali News Today train cancell Sealdah Division news in west bengal news of west bengal