West Bengal Weather Update: সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা ঘোরাফেরা হচ্ছে ১২ ডিগ্রির ঘরে। আপাতত শীতের আমেজে ভাটা পড়বে না। তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী দিন কয়েকে হুড়মুড়িয়ে আরও নামবে পারদ? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আপাতত শীতের আমেজ বহাল থাকবে রাজ্যজুড়ে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সপ্তাহের শেষের দিকে হালকা বৃষ্টি (Rain) হতে পারে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত নতুন করে তাপমাত্রা আরও নেমে যাওয়া সম্ভাবনা কম। আগামী দিন কয়েক কম-বেশি এমনই থাকবে তাপমাত্রা। পশ্চিমের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতায় শীতের আমেজ। আজ তাপমাত্রা নেমেঠে ১৭ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক তিলোত্তমা মহানগরীর তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। মোটের উপর মনোরম আবহাওয়া থাকবে কলকাতায়। বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
জমাটি ঠান্ডার মেজাজ উত্তরবঙ্গের জেলাগুলিতে। মনোরম আবহাওয়ায় দেদার আনন্দে পাহাড় বেড়াচ্ছে কাতারে কাতারে পর্যটকের দল। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালে দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিং (Darjeeling) ও দুই দিনাজপুরে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টা উত্তরবঙ্গের দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিংয়ের কিছু কিছু অংশে।
আরও পড়ুন- Dev TMC Clash Ghatal: 'যাকে যা জানানোর জানিয়েছি'...! ঘাটাল কাণ্ডে বিস্ফোরক দেব