Advertisment

West Bengal News Live: রাজভবনে মূর্তি কাণ্ডে তদন্ত কমিটি গঠন রাজ্যপালের, শনিবারই উদ্বোধন করেন সি ভি আনন্দ বোস

West Bengal News Live Updates Today 25 Nov, 2024: রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি। কিংবা বিনোদন জগতের টুকরো খবর, বা নিত্যদিনের কিছু ঘটনা। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জেনে নিন দ্রুত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West Bengal Live: রাজভবনে মূর্তি কাণ্ডে তদন্তের নির্দেশ রাজ্যপালের

News in West bengal Live: রাজ্যের গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Live Updates: রাজভবনে মূর্তি কাণ্ডে এবার তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি সেখানে বসানো হল, তার তদন্ত করবে কমিটি।

Advertisment

এদিকে, কয়লা ও গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল বিকাশ মিশ্রকে। জামিনে মুক্ত রয়েছেন তিনি। এরই মধ্যে বিকাশ মিশ্রকে নাবালিকার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সেই বিকাশই এবার রাজ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে বসলেন। আদালতে তোলার সময় চিৎকার করে ওঠেন বিকাশ। তিনি বলেন, "আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে।"

অন্যদিকে, ট্যাব দুর্নীতি (Tab Scam) নিয়ে এখনও তোলপাড় রাজ্যে। ট্যাব দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শিলিগুড়ি থেকে ফের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্যাব দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে রাজ্যের জেলায়-জেলায়। 'তরুণের স্বপ্ন' প্রকল্পে ট্যাব কিনতে ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে পাঠায় রাজ্য সরকার। সেই টাকাই হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ডের শতাধিক প্রচুর অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। সিট (SIT) তৈরি করে বিভিন্ন জেলার পুলিশ ট্যাব দুর্নীতির তদন্ত চালাচ্ছে। 

এদিকে, আরজি কর কাণ্ডের (RG Kar Incident) পরে সুখেন্দুশেখর রায়ের বক্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায় তৃণমূলে। আরজি কর কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খুলে তৃণমূলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিলেন বর্ষীয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। এরপরেই সুখেন্দু শেখর রায়কে লালবাজারে পর্যন্ত যেতে হয়। গত কয়েক মাস ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে। তবে এখনও পর্যন্ত তৃণমূল সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ করেনি বা প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে দলের কোনও নেতাই কড়া কথা বলেননি। তবে এবার রাজ্যসভার এই সাংসদকে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাকল না তৃণমূল। তবে কি এবার সুখেন্দুশেখর রায়কে পুরোপুরি কোণঠাসা করার পথে এগোচ্ছে রাজ্যের শাসকদল? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

  • Nov 25, 2024 17:48 IST
    West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অর্পিতার

    নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। সোমবার কলকাতার বিচার ভবন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতাকে জামিন দিয়েছে।



  • Nov 25, 2024 17:18 IST
    West Bengal News Live: রাজভবনে মূর্তি কাণ্ডে তদন্ত কমিটি রাজ্যপালের

    রাজভবনে মূর্তি কাণ্ডে এবার তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রোটোকল ভেঙে কীভাবে ওই মূর্তি সেখানে বসানো হল, তার তদন্ত করবে কমিটি। রাজভবন সূত্রে খবর, বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হতেই রাজভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে মূর্তি। রাজ্যপাল নিজে মূর্তির সামনে ছবি তুলেছিলেন। এখন নিজেই মূর্তি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন।



  • Nov 25, 2024 16:01 IST
    West Bengal News Live:দিদির কাছে ভাই যাবে, এটা বলার কী আছে: অনুব্রত

    দীর্ঘ আড়াই বছর পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনও বৈঠকে অনুব্রত মণ্ডল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যাওয়ার আগে বোলপুরের বাড়ি থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি কেষ্ট মণ্ডল। নিচুপট্টির বাড়ি থেকে বেরনোর মুখে তিনি বললেন, “দিদির কাছে ভাই যাচ্ছে। এটা বলার কী আছে।”



  • Nov 25, 2024 15:59 IST
    West Bengal News Live:আবাস তালিকায় এবার কাদের নাম জানেন?

    পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের তালিকায় জ্বলজ্বল করছে তৃণমূল বিধায়কের মা, শাশুড়ি ও তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের নাম। তা নিয়েই এখন তোলপাড় পড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসনও। বিষয়টি জানার পর জেলাশাসক আয়েশা রানী স্পষ্ট করে দিয়েছেন, "কোন ব্যক্তি কী পদে আছেন, সেটা বিবেচ্য বিষয় হবে না। যেখানে অভিযোগ আছে ,সেখানেই সুপার চেকিং হচ্ছে। কারও পাকা বাড়ি থাকলে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।" 

    বিস্তারিত পড়ুন-Awas Plus 2024: পাকা বাড়ি আছে, তাও আবাস তালিকাজুড়ে TMC বিধায়কের মা, শাশুড়ি, পঞ্চায়েত প্রধানের নাম



  • Nov 25, 2024 14:38 IST
    West Bengal News Live: আবাস যোজনার টাকা ঢুকছে কবে?

    বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana)-এর প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা এবার সময়ের অপেক্ষা মাত্র। সবকিছু ঠিকঠাক চললে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকে যেতে পারে। বিভিন্ন সূত্র মারফত এমনই খবর মিলেছে। বাংলা আবাস যোজনার আওতায় পাকা বাড়ি বানাতে রাজ্যের ১২ লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেবে সরকার।

    বিস্তারিত পড়ুন- Bangla Awas Yojana: আবাস যোজনার টাকা ঢুকতে পারে কবে? রাজমিস্ত্রি-বিল্ডার্সের দোকানে কথা বলে রেখেছেন তো...



  • Nov 25, 2024 13:30 IST
    West Bengal News Live: ছাদ থেকে মরণঝাঁপ!

    নিউ ব্যারাকপুরের একটি আবাসনের ছাদ থেকে মরণঝাঁপ। আত্মঘাতী হলেন নবম শ্রেণীর এক ছাত্রী। নিউ ব্যারাকপুরের এস এন ব্যানার্জি রোডের এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বাড়িতে ওই ছাত্রীর মা তাকে বকাবকি করেছিলেন। তারই জেরে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান। তবে ছাত্রী মৃত্যুর ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।



  • Nov 25, 2024 13:19 IST
    West Bengal News Live: CBI নির্দেশ খারিজ

    তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কুরুচিকর মন্তব্য নিয়ে মামলা হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। তবে উচ্চ আদালতের সেই নির্দেশ এবার খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এই মামলায় সিট গঠন করে দিয়েছে। সেই সিট বা বিশেষ তদন্তকারী দলই এই ঘটনার তদন্ত করবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সিটের কাজের উপর নজরদারি রাখবে কলকাতা হাইককোর্ট। 



  • Nov 25, 2024 12:48 IST
    West Bengal News Live: ভয়াবহ হিংসা, মৃত্যু...!

    সম্ভলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধের ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে গোটা ঘটনায় কেন্দ্রকে একহাত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।



  • Nov 25, 2024 12:47 IST
    West Bengal News Live:চলন্ত ট্রেনের উপর ছিঁড়ে পড়ল তার

    বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস। জানা গিয়েছে, সোমবার সকালে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল তেভাগা এক্সপ্রেস। বালুরঘাটের পোলানপুরে ঘটে বিপত্তি। রামপুর স্টেশনে ঢোকার আগেই ট্রেনের ওপরের ২৫ হাজার ভোল্টবাহী ইলেকট্রিকের তার ছিড়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বিরাট বিপদ এড়ানো গিয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যে রেলের ইঞ্জিনিয়ররা আসেন এলাকায়। রেলকর্মীরা এসে ছিঁড়ে যাওয়া তারের মেরামত করেন।



  • Nov 25, 2024 12:47 IST
    West Bengal News Live: একই মঞ্চে ইউনূস-খালেদা জিয়া, তুঙ্গে জল্পনা

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ ভারতের কাছে জানাবেন বলেই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।



  • Nov 25, 2024 11:24 IST
    West Bengal News Live: মাঝরাস্তায় যুবকের রক্তাক্ত দেহ

    সোমবার সাতসকালে রুবি মোড়ের কাছে মাঝ রাস্তায় এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যুবকের দেহের পাশেই পড়েছিল একটি স্কুটার। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Nov 25, 2024 11:13 IST
    West Bengal News Live:মেয়ের বীভৎস পরিণতি দেখে আঁতকে উঠলেন বাবা!

    ফের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এবার হুগলিতে উঠেছে এমন অভিযোগ। এক প্রতিবেশীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। 

    বিস্তারিত পড়ুন-Crime News: মেয়ের বীভৎস পরিণতি দেখে আঁতকে উঠলেন বাবা! নৃশংস-কাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত



  • Nov 25, 2024 10:47 IST
    West Bengal News Live: আদানি, মণিপুর ইস্যুতে সরকারকে প্যাঁচে ফেলতে আসরে 'ইন্ডিয়া' জোট

    আজ থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। 



  • Nov 25, 2024 10:16 IST
    West Bengal News Live: ট্রেনে কাটা পড়ে দুই ছাত্রীর মৃত্যু

    টিউশন পড়তে যাওয়ার নাম করে দুই ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে দু'জনে আর বাড়ি ফেরেনি। একজন কাকদ্বীপের জলট্যাঙ্কির বাসিন্দা, অপরজন সাগরের বাসিন্দা। রবিবার সকালে বাড়ির লোকজন জানতে পারেন নিশ্চিন্তপুর ও করঞ্জলির মাঝে রেললাইনে দু'জনের দেহ পড়ে রয়েছে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুই ছাত্রীর। দু'জনেই উচ্চ-মাধ্যমিকের ছাত্রী। ঘটনার তদন্তে পুলিশ।



  • Nov 25, 2024 10:12 IST
    West Bengal News Live:আজ জরুরি বৈঠকে মমতা

    সদ্যসমাপ্ত রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিশাল জয় পেয়েছে তৃণমূল। ৬টি কেন্দ্রেই বিরোধী প্রার্থীদের হেলায় উড়িয়েছে শাসকদল। আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন-বিক্ষোভ খানিকটা ব্যাকফুটে ঠেলেছিল তৃণমূলকে। তবে উপনির্বাচনের বিরাট সাফল্য বেশ চাঙ্গা করেছে জোড়াফুলকে। এই আবহেই আজ কালীঘাটের বাড়িতে দলের জাতীয় কর্মসমতির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    বিস্তারিত পড়ুন-TMC Meeting: উপনির্বাচনে বিরাট সাফল্য, দলে রদবদল জল্পনাও তুঙ্গে, কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে মমতা



  • Nov 25, 2024 09:28 IST
    West Bengal News Live:চর্চায় শুভেন্দু-উবাচ!

    উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে বিপুল জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের এই জয় নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য নতুন করে চর্চা বাড়িয়েছে। তিনি বলেন, "সাধারণ নির্বাচন হলে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাটে বিজেপি জিতবে। সিতাইয়ের ৪০ শতাংশ ভোটার মুসলমান, ওই সিট বিজেপি পাবে না। ৮০ শতাংশ মুসলমান বাস করেন হাড়োয়ায়, ওটাও পাবে না।"



  • Nov 25, 2024 09:24 IST
    West Bengal News Live: সপ্তাহান্তেই হাড়কাঁপানো শীত?

    সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ। শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে। পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা ঘোরাফেরা হচ্ছে ১২ ডিগ্রির ঘরে। আপাতত শীতের আমেজে ভাটা পড়বে না। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে নতুন করে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা কম।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: জমাটি ঠান্ডায় সপ্তাহ শুরু, বৃষ্টির সম্ভাবনা কয়েকটি জেলায়, সপ্তাহান্তেই হাড়কাঁপানো শীত?



Bengali News Bengali News Today West Bengal News
Advertisment