While visiting the Sundarbans, the tourists see the Royal Bengal Tiger again: সুন্দরবনের ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। কলকাতা থেকে আসা আট পর্যটকের একটি দল সজনেখালি থেকে ফেরার পথে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পান। মুহূর্তে সেই বাঘের ছবি-ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করতে শুরু করেন তাঁরা। গত কয়েক মাসে সুন্দরবন বেড়াতে এসে বাঘের দর্শন পেয়েছেন অনেক পর্যটকই।
কলকাতা থেকে সুন্দরবন বেড়াতে এসেছিলেন আট পর্যটকের একটি দল। সজনেখালি থেকে বৈধ পাশ সংগ্রহ করেন তাঁরা। সজনেখালির জঙ্গলের দিকে গিয়েছিলেন ওই পর্যটকরা। সেখান থেকেই বোটে চড়ে তাঁরা ফিরছিলেন। ঠিক তখনই নদী সাঁতরে পেরোচ্ছিল একটি প্রকাণ্ড বাঘ। ভরা নদীতে এভাবে বাঘকে সাঁতরে যেতে দেখায় উৎসাহী হয়ে পড়ে পর্যটকের দলটি। 'বাঘমশাই'য়ের অবশ্য তাতে কোনও ভ্রূক্ষেপ ছিল না। আপন মনে সেই নদী পেরোতে শুরু করে।
গত কয়েক মাসে সুন্দরবনে বারবার বাঘের দর্শন মিলেছে। সম্ভবত সেই কারণেই ইদানিং সুন্দরবন বেড়াতে যাওয়ার উৎসাহ আরও বেড়ে গিয়েছে। পর্যটকদের সংখ্যা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই খুশি সুন্দরবন এলাকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা মানুষজনরা। এবার পর্যটনের মরশুমের শুরু থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে এমন বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগারকে কখনও নদী পাড়ে রোদ পোহাতে দেখা গিয়েছে, কখনও আবার মিষ্টি জলের সন্ধানে শাবকদের সঙ্গে নিয়ে আসতে দেখা গিয়েছে। এর আগে নভেম্বর মাসে একসঙ্গে তিন-তিনটে বাঘ দেখেছেন পর্যটকরা।
আরও পড়ুন- West Bengal News Live: 'ওরা আগে ঠিক করুক, কী চায়', বাংলাদেশের আচরণে চরম ক্ষুব্ধ ভারত
সেবার দুই শাবক-সহ বাঘিনী এসেছিল জল পান করতে। সেবার সুন্দরবনের বনি ক্যাম্পে কৃত্রিম জলাশয়ে জল পান করতে এসেছিল দুই শাবক-সহ বাঘিনী। সেই সময় বনি ক্যাম্পে ঘুরতে গিয়েছিল একদল পর্যটক। একসঙ্গে তিনটি বাঘ দেখে তাঁরাও খুশিতে ডগমগ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে সেই বিরল দৃশ্য পর্যটকরা ক্যামেরাবন্দি করে ফেলেন।
আরও পড়ুন- Body found in kolkata: পিসিশাশুড়ির দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলতে গিয়েছিলেন, ধরা পড়তেই বিস্ফোরক স্বীকারোক্তি মা-মেয়ের!
আরও পড়ুন- Kolkata Metro: নয়া 'ইতিহাস' রচনা কলকাতা মেট্রোর! দুরন্ত তৎপরতায় আরও এক মাইলফলক স্পর্শ