Advertisment

নাকতলার পুজোর মুখ ছিলেন অর্পিতা, অভিনেত্রীর সঙ্গে পার্থর 'ঘনিষ্ঠতা' কীভাবে?

অর্পিতার কাছে এত টাকা এল কোথা থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক?

author-image
IE Bangla Web Desk
New Update
ed panditiya road flat arpita mukherjee partha chaterjee

শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে অন্তত ২০ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই টাকার পাহাড়ের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছে ইডি। ইডি সূত্রে খবর, যার ফ্ল্যাট থেকে এই টাকা উদ্ধার হয়েছে তিনি অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং পরিচিত। তদন্তকারীদের আরও দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল উদ্ধার হয়েছে।

Advertisment

কে এই অর্পিতা? অর্পিতার কাছে এত টাকা এল কোথা থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? জানা গিয়েছে, এই অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। একবার দুর্গাপুজোর মুখও হয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও রয়েছে। নাকতলা উদয়ন সংঘের সঙ্গে পার্থবাবু ওতপ্রোতভাবে যুক্ত। এই পুজোর চেয়ারম্যান তিনি। প্রতি বছরই প্রচুর খরচে এই থিম দুর্গাপুজো হয়। অর্থাৎ ইডির দাবি অনেকটাই সত্যি, যে অর্পিতা পার্থবাবুর পরিচিত।

একসময় ওড়িয়া, তামিল ছবিতে কাজ করেছেন। তবে বাংলায় তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রে অনেকের কাছে পরিচিত। জিৎ-স্বস্তিকার পার্টনার ছবিতে কাজ করেছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মামা-ভাগ্নে ছবিতে ছিলেন। বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতে সমানে কাজ করে গিয়েছেন। নাকতলা উদয়ন সংঘের পুজোর সূত্রেই অর্পিতার সঙ্গে পরিচয় পার্থবাবুর। পুজোর মুখ হিসাবে অর্পিতাকে দেখা গিয়েছিল। পুজোর থিম সং মুক্তির আগে দুজনে ফটোশুটও করেন।

আরও পড়ুন পার্থ ঘনিষ্ঠ মহিলার ফ্ল্যাট থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করল ইডি, কে এই অর্পিতা মুখোপাধ্যায়?

ইডি সূত্রে খবর, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের অভিজাত আবাসনে তল্লাশি চালানো হয় এদিন। অর্পিতার ফ্ল্যাটে মোট তিনটি নোট গোনার মেশিন আনা হয়। ব্যাঙ্ক আধিকারিকদের ডাকা হয় টাকা গোনার জন্য। এখনও গোনা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে অর্পিতার কাছে এত টাকা এল কোথা থেকে? এই টাকার সঙ্গে কি এসএসসি নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে তা এখনও স্পষ্ট নয়।

partha chatterjee ED WB SSC Scam
Advertisment