/indian-express-bangla/media/media_files/2025/08/25/police-2025-08-25-10-33-59.jpg)
Police misconduct allegation: রবিবার রাতে ঘটনার পর এলাকায় জটলা স্থানীয়দের।
Violence against women West Bengal:রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে শুরু বচসা, সেই বচসাই মুহূর্তে রূপ নেয় সংঘর্ষের। অভিযোগ, পুলিশের স্টিকার লাগানো গাড়ি থেকে নেমে মহিলাদের মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তিউড়িয়ায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ি থেকে নেমে কয়েকজন লাঠি নিয়ে মারধর করেন। এমনকী মহিলাদেরও রেহাই দেননি তারা। অভিযোগ ওঠে, পুলিশ লেখা গাড়ি থেকে নেমেই ওই হামলা চালানো হয়। উত্তেজিত গ্রামবাসীরা গাড়ির চাকার হাওয়া খুলে দেয়। খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়দের দাবি, গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁদের আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই গাড়িতে লেক থানার এক সাব-ইন্সপেক্টর ও তাঁর বন্ধুরা ছিলেন। ফলে ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। পুলিশের গাড়ি ঘিরে বচসা, মহিলাদের উপর হামলার অভিযোগ এবং মত্ত অবস্থায় পুলিশকর্মীর উপস্থিতি—সব মিলিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকার বাসিন্দাদের দাবি, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। অন্যদিকে, পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা।
আরও পড়ুন- vegetable Price Hike: অগ্নিমূল্য সবজির দর,'ছুলেই ছ্যাকা'!কবে মিলবে সুরাহা? রইল বিরাট আপডেট