Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হরিনাম সংকীর্তন, নয়া নজির বাংলার এপ্রান্তে

Lakshmir Bhandar: এ এক নজিরবিহীন উদ্যোগ গ্রামের মহিলাদের। তিনদিন ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করেছিলেন গ্রামেরই মহিলারা। বর্ণাঢ্য এই আয়োজনে বিপুল সাড়া মিলেছে।

Lakshmir Bhandar: এ এক নজিরবিহীন উদ্যোগ গ্রামের মহিলাদের। তিনদিন ব্যাপী নাম সংকীর্তনের আয়োজন করেছিলেন গ্রামেরই মহিলারা। বর্ণাঢ্য এই আয়োজনে বিপুল সাড়া মিলেছে।

author-image
Uttam Dutta
New Update
Women organize Harinam Sankirtan with funds from Lakshmi Bhandar project

Harinam Sankirtan: হরিনাম সংকীর্তন পালার আয়োজন করেছিলেন গ্রামের মহিলারা।

Women organize Harinam Sankirtan with funds from Lakshmi Bhandar project: তিনদিন ব্যাপী হরিনাম সংকীর্তন। গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে এই অনুষ্ঠান করেছেন। হুগলির গোঘাটের এই ঘটনা এখন দারুণ চর্চায়। এলাকার অন্য বাসিন্দারাও এমন নজিরবিহীন উদ্যোগের প্রশংসা করেছেন। 

Advertisment

গোঘাট-২ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের জোতনগর গ্রাম। এই গ্রামেরই ৬৫ জন মহিলা নিজেদের সঞ্চিত লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের  টাকা দিয়ে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামে। এর জন্য ওই ৬৫ জন মহিলা তাঁদের একমাসের লক্ষীর ভাণ্ডারের টাকা দান করেন। 

এই হরিনাম সংকীর্তন পালার উদ্যোক্তা মধ্যে প্রতিমা কোটাল, তনুশ্রী কোটাল, মৃদুলা ঘোষরা জানান, এই উদ্যোগ সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমানোর ফলে। তাঁরা জানান, এই টাকা দিয়ে তাঁদের সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো যেমন সম্ভব হচ্ছে, তেমনই সন্তানের পড়াশোনা ও চিকিৎসার খরচও খানিকটা বহন করা যাচ্ছে। এরই পাশাপাশি এই সঞ্চিত টাকা দিয়েই তাঁরা এই ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেন।

আরও পড়ুন- West Bengal News Live: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত

Advertisment

উৎসবের সূচনা হয়েছিল সোমবার, অধিবাসের মাধ্যমে। পরের দিন, মঙ্গলবার দিনভর চলে সংকীর্তন। যা শেষ হয় ১৬০০ মানুষের জন্য অন্নপ্রসাদ বিতরণের মাধ্যমে। এই মহতী উৎসবের শেষ দিন আজ বুধবার। ধুলট অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের শেষ। যেখানে পুনরায় ১৬০০ মানুষের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন- Parliament Waqf Bill : 'সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা', ওয়াকফ বিলের বিরোধীতায় সরব তৃণমূল কংগ্রেস

Bengali News Today news in west bengal news of west bengal Hooghly hooghly news lakshmir bhandar