New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/17/d6sEugDqIdGXFnq6QKlJ.jpg)
Banglar Bari: প্রতীকী ছবি
Banglar Bari: প্রতীকী ছবি
Banglar Bari: 'বাংলার বাড়ি' (Banglar Bari) প্রকল্পের সমীক্ষা চালাতে গিয়ে তালিকা তৈরিতে কারচুপি করার অভিযোগ উত্তর ২৪ পরগনায়। বনগাঁ বিডিও অফিসের দুই চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বনগাঁ-র বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। অভিযুক্তদের নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র । তাঁরা বনগাঁ বিডিও অফিসের সেচ দপ্তরের চৌকিদার পদে কর্মরত।
বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় এবং বিশ্বজিৎ বনগাঁ ব্লকে 'বাংলার বাড়ি' প্রকল্পের সমীক্ষার দায়িত্বে ছিলেন। সমীক্ষা করার সময় তাঁরা তিনজন উপভোক্তার পরিবর্তে অন্য তিনজনের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঘরের তালিকায় যুক্ত করেন। যারা ঘরের জন্য আবেদন করেননি, এমন তিনজনের নাম তালিকাভুক্ত করা হয়।
সম্প্রতি ভুয়ো সেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে ঢোকে। এরপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। গতকাল বিষয়টি নিয়ে গোপালনগর থানায় ইমেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
'বাংলার বাড়ি' প্রকল্পে চূড়ান্ত এই বেনিয়ম নিয়ে বিডিও-কেই কাঠগড়ায় তুলেছে BJP। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, "বিডিও-র মদত ছাড়া এটা কখনই সম্ভব নয়। এখন কর্মীদের ফাঁসাচ্ছেন তিনি। বিডিও প্রমাণ করে দিলেন আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। এতদিন আমরা বলে এসেছিলাম।"
তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "বিরোধীদের একটা অংশ সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। তবে এই বিষয়টি সামনে আসার পর প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।"
আরও পড়ুন- Haldia: '২০১১-এর পর একটার পর একটা কারখানা বন্ধ হলদিয়ায়', বিরোধীদের অভিযোগ ওড়াল তৃণমূল