swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের

world’s longest swimming competition: এই প্রতিযোগিতায় বাংলাদেশের বেশ কয়েকজন প্রতিযোগিও অংশ নিয়েছিলেন। তাঁরাও প্রশ্নাতীত সাফল্য পেয়েছেন।

world’s longest swimming competition: এই প্রতিযোগিতায় বাংলাদেশের বেশ কয়েকজন প্রতিযোগিও অংশ নিয়েছিলেন। তাঁরাও প্রশ্নাতীত সাফল্য পেয়েছেন।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad world’s longest swimming competition,  81 km and 19 km open water swim Murshidabad  ,Protyay Bhattacharya hat-trick victory 81 km  ,Gaurav Kavery consecutive wins 19 km men’s,  Moubani Patra winner 19 km women’s  ,Bangladesh runners-up in Murshidabad swim  ,Ahiron Ghat Jangipur to Gorabazar Jagannath Ghat,  Murshidabad swimming event prize distribution,মুর্শিদাবাদ বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা  ,৮১ কিমি ও ১৯ কিমি সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ  ,প্রত্যয় ভট্টাচার্য হ্যাটট্রিক সেরা,  গৌরব কাভেরি সিরিয়াল জয় ১৯ কিমি পুরুষ বিভাগ  ,মৌবনী পাত্র মহিলা বিভাগ ১৯ কিমি শিরোপা,  বাংলাদেশি প্রতিযোগীরা দ্বিতীয়—তৃতীয়,  আহিরন ঘাট জঙ্গিপুর থেকে গোরাবাজার জগন্নাথ ঘাট  ,মুর্শিদাবাদ সাঁতার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

world’s longest swimming competition: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় তাকলাগানো ফল বাংলার সাঁতারুদের।

world’s longest swimming competition:মুর্শিদাবদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল ভোরে জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিমির সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

Advertisment

প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোরাবাজার জগন্নাথ ঘাটে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, পূর্ব বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। পরপর তিনবার এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করেছেন প্রত্যয়। তিনি ১০ ঘন্টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ৮১ কিলোমিটার অতিক্রম করেন।

এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের মহম্মদ নুরুল ইসলাম। তিনি ১১ ঘন্টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়েছেন। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশেরই নয়ন আলি। তিনি সময় নিয়েছেন ১১ ঘণ্টা ১৯ মিনিট ২ সেকেন্ড। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু আজ থেকেই, আলোচনার বিষয়বস্তু জোর চর্চায়!

এরই পাশাপাশি পুরুষ বিভাগে ১৯  কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গৌরব কাভেরি। ১৯ কিলোমিটারে পুরুষ বিভাগে পরপর তিনবার প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করেছেন গৌরব কাভেরি, তিনি ২ ঘন্টা ১৩ মিনিটে ১৯ কিমি পথ অতিক্রম করেছেন। 

আরও পড়ুন-Kolkata weather Today: মঙ্গলেই তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল, জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা আজ থেকেই

১৯ কিমি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ফয়জল আহম্মদ। তাঁর এই পথ অতিক্রম করতে সময় লেগেছে ২ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন জুয়েল আহম্মদ, তিনিও বাংলাদেশেরই বাসিন্দা। তিনি ১৯ কিমি পথ পাড়ি দিতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৭ মিনিট। 

আরও পড়ুন-Earthquake: প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী! মৃত্যুমিছিলে হাহাকার, বুকফাটা কান্না, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে চেনা মুখের সন্ধান

এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন মৌবনী পাত্র। ২ ঘণ্টা ২১ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন, তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ২২ মিনিট ১ সেকেন্ড। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সোনিয়া আখতার, তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ২২ মিনিট ২৮ সেকেন্ড।

Bangladesh Murshidabad Swiming Competition