/indian-express-bangla/media/media_files/2025/09/01/swim-2025-09-01-10-11-14.jpg)
world’s longest swimming competition: বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় তাকলাগানো ফল বাংলার সাঁতারুদের।
world’s longest swimming competition:মুর্শিদাবদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল ভোরে জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিমির সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোরাবাজার জগন্নাথ ঘাটে। ৮১ কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, পূর্ব বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। পরপর তিনবার এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করেছেন প্রত্যয়। তিনি ১০ ঘন্টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে ৮১ কিলোমিটার অতিক্রম করেন।
এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের মহম্মদ নুরুল ইসলাম। তিনি ১১ ঘন্টা ১৬ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়েছেন। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশেরই নয়ন আলি। তিনি সময় নিয়েছেন ১১ ঘণ্টা ১৯ মিনিট ২ সেকেন্ড।
আরও পড়ুন- West Bengal News Live Updates:বিধানসভায় বিশেষ অধিবেশন শুরু আজ থেকেই, আলোচনার বিষয়বস্তু জোর চর্চায়!
এরই পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গৌরব কাভেরি। ১৯ কিলোমিটারে পুরুষ বিভাগে পরপর তিনবার প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক করেছেন গৌরব কাভেরি, তিনি ২ ঘন্টা ১৩ মিনিটে ১৯ কিমি পথ অতিক্রম করেছেন।
১৯ কিমি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের ফয়জল আহম্মদ। তাঁর এই পথ অতিক্রম করতে সময় লেগেছে ২ ঘণ্টা ১৫ মিনিট। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন জুয়েল আহম্মদ, তিনিও বাংলাদেশেরই বাসিন্দা। তিনি ১৯ কিমি পথ পাড়ি দিতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৭ মিনিট।
এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন মৌবনী পাত্র। ২ ঘণ্টা ২১ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন, তিনি সময় নিয়েছেন ২ ঘন্টা ২২ মিনিট ১ সেকেন্ড। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের সোনিয়া আখতার, তাঁর সময় লেগেছে ২ ঘণ্টা ২২ মিনিট ২৮ সেকেন্ড।