Advertisment

Travel: ছুঁয়ে দেখুন ইতিহাস! বেড়ানোর ভরা মরশুমে বাংলার অপরূপ এপ্রান্তে ঢুঁ মারুন

Travel: শীতের মেজাজ আসতেই পুরোদমে শুরু বেড়ানোর মরশুম। দিন যত এগোচ্ছে বাংলার অপরূপ এই প্রান্তের জনপ্রিয়তা ততই বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Travel,Bankura,Winter,Tourism,Tourist Spot,Weekend Gateaway,Short Trip, ভ্রমণ,বাঁকুড়া

Travel: অপরূপ এই জায়গাটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে।

Travel: ভ্রমণপ্রিয় বাঙালিদের বেড়ানোর জন্য তেমন কোনও বাহানার প্রয়োজন হয় না। একটু ফাঁক পেলেই ব্যাগ-প্পতর বেঁধে বেড়াতে বেরিয়ে পড়ে বাঙালি। এই শীতে কি কাছেপিঠে বেড়ানোর প্ল্যান করছেন? তাহলে বেরিয়ে আসতে পারেন রাজ্যেরই জঙ্গলমহলের অপূর্ব এই জায়গাগুলি থেকে। 

Advertisment

বাঁকুড়া গিয়েছেন? লাল মাটির জেলা বাঁকুড়া ইতিহাসপ্রেমীদের আরও বেশি করে ভালো লাগবে। দিন কয়েকের ঝটিকা সফরে ঘুরে আসতে পারেন বাঁকুড়া (Bankura) থেকে। শহর বাঁকুড়াতেই রয়েছে গান্ধী মিউজিয়াম। মোহনদাস করমচাঁদ গান্ধী সম্পর্কে নানা তথ্য মিলবে এই মিউজিয়ামে। ঘুরে দেখতে পারেন গোটা মিউজিয়ামটি।

চলে যেতে পারেন বাঁকুড়ার খাতড়ায়। খাতড়ার তালডাংরার পাঁচমুড়া গ্রামটি টেরাকোটা (Terakota) শিল্পের জন্য বিখ্যাত। জেলার অত্যন্ত পরিচিত মাটির হাতি, বিভিন্ন দেবদেবীর প্রতিমা, ঘর সাজানোর নানা সামগ্রীর অপরূপ সম্ভার মিলবে এই গ্রামে।

আরও পড়ুন- TMC Leader Murder Case: তুমুল চাঞ্চল্য শান্তিনিকেতনে! অনুব্রতর জেলায় তৃণমূলের পঞ্চায়েতের সদস্যকে পিটিয়ে খুন

আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীরা আহ্লাদে আটখানা হবেনই! ভাইফোঁটার পরেই মাছের দাম কোথায় নামতে পারে জানেন?

দশকের পর দশক ধরে বংশ পরম্পরায় অপূর্ব সব শিল্পকলা সৃষ্টির ভার বয়ে নিয়ে চলেছেন এখানকার মানুষজন। জিআই স্বীকৃতি পেয়ে গিয়েছে এখানকার টেরাকোটার শিল্প। শহর বাঁকুড়া থেকে বেরিয়ে পড়তে সোনাতপল গ্রামের উদ্দেশে। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই গ্রামে দারুণ একটি সূর্য মন্দির রয়েছে।

আরও পড়ুন- West Bengal Weather Update: ভাইফোঁটা মিটতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, ফের টানা বৃষ্টি বঙ্গে? শীতের লেটেস্ট আপডেট জানুন

ভুলবেন না বাঁকুড়ার বিষ্ণুপুরে যেতে। মন্দির শহর বিষ্ণুপুরের অসাধারণ ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য ও পোড়ামাটির গল্প স্বাগত জানাবে আপনাকে। বিষ্ণুপুর জায়গাটি বালুচরি শাড়ি এবং বিভিন্ন ধরনের শিল্পকলার জন্য জগৎবিখ্যাত।

jangalmahal Bankura travel
Advertisment