Advertisment

Hilsa: ইলিশপ্রেমীরা আহ্লাদে আটখানা হবেনই! ভাইফোঁটার পরেই মাছের দাম কোথায় নামতে পারে জানেন?

Ilish Mach: গত কয়েক সপ্তাহ ধরেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের জোগান রয়েছে মাছ বাজারগুলিতে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ঘাট থেকে গত কয়েক সপ্তাহে টন টন ইলিশ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
If the weather is like this, a large quantity of hilsa will be catch and the price may decrease, ইলিশ, ইলিশ মাছের দাম

Hilsa: ইলিশ মাছ।

Hilsa:ভাইফোঁটার (Bhaiphota) আগে থেকেই বাজারে ইলিশ (Hilsa) মাছের দাম কমতে শুরু করেছিল। ভাইফোঁটার দিন খানিকটা দাম চড়া হলেও আগামী কয়েক দিন রূপোলি শষ্যের দাম বেশ খানিকটা কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং, কম পয়সায় ইলিশের স্বাদ নিতে হলে এটাই সেরা সময়, এমনই মনে করছেন অনেকে। এই মুহূর্তে মাছ বাজারগুলিতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছের জোগান রয়েছে। সেই কারণেই দাম খানিকটা কমেছে। 

Advertisment

শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলির বাজার গুলিতে কয়েক সপ্তাহ ধরেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ (Ilish) মাছ পাওয়া যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি থেকে টনটন ইলিশ মাছ উঠছে। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন ঘাট থেকেও গত কয়েক সপ্তাহে প্রচুর পরিমাণে ইলিশ উঠেছে। ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ইলিশের ছড়াছড়ি। 

স্বাভাবিকভাবেই জোগান বেশি থাকার জন্য বাজারে ইলিশের দাম কমছে। বেশ কিছু বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরেও ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তবে এক কেজির বেশি ওজনের মাছ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন- Indian Railways-AI: যুগান্তকারী প্রয়াস রেলের হাওড়া ডিভিশনের, বন্দে ভারতে AI, শুরুতেই অভাবনীয় সাফল্য!

আরও পড়ুন- Digha: কলকাতা থেকে দিঘা যাওয়ার 'নয়া রুট', দুরন্ত প্ল্যান! নিমেষে পৌঁছোতে পারেন সৈকতনগরীতে

মাছ বিক্রেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিন ইলিশের জোগান এমনই থাকলে দাম কমতে পারে। তবে বড় মাছের দাম নাগালে নেই বলেই মনে করছেন অনেকে। ৫০০ টাকা কেজি থেকে শুরু হলেও বড় ওজনের মাছের দাম এখনও আম আদমির সাধ্যের বাইরে।

আরও পড়ুন- Domkol News: চকোলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে ঘরে ডাকে দাদু, তারপর যা ঘটল...

Market Hilsa ilish
Advertisment